Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভুয়া সংবাদ প্রচার, ট্রাম্পের বন্ধুকে শতকোটি ডলার জরিমানা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

আপনি যে চাঁদা দেবেন তা এসব লোকের কাছে যাবে না। এই প্রতারণার বিরুদ্ধে লড়াইয়ে এই অর্থ ব্যবহার করা হবে। যুক্তরাষ্ট্রের কানেটিকাট অঙ্গরাজ্যের এক আদালত অন্যতম মার্কিন ষড়যন্ত্র-তাত্তি¡ক এবং ডানপন্থী নেতা অ্যালেক্স জোনসকে ৯৬ কোটি ৫০ লাখ ডলার জরিমানা করার পর তিনি তার স্টুডিও থেকে লাইভ স¤প্রচারে ভক্তদের প্রতি এই মন্তব্য করেন। অ্যালেক্স জোনস বছরের পর বছর ধরে নানা ধরনের মিথ্যা এবং ষড়যন্ত্র তত্ত¡ ছড়িয়েছেন। এর মধ্যে রয়েছে ২০১২ সালের স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলের গোলাগুলির ঘটনা। ওই হামলার ঘটনাটি সাজানো ছিল বলে তিনি ভুয়া ষড়যন্ত্র তত্ত¡ প্রচার করেছিলেন। আর এ জন্যই আদালত স¤প্রতি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এত বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে তাকে নির্দেশ দিয়েছে। অ্যালেক্স জোনস ‘এসব লোক’ বলতে যাদের বুঝিয়েছেন, তারা হলেন স্যান্ডি হুক স্কুলে হামলায় নিহত শিশুদের পরিবার-পরিজন। তার ওয়েবসাইট ইনফোওয়ারে এই ঘটনা নিয়ে বছরের পর বছর ধরে মিথ্যা প্রচারের পর এই পরিবারগুলো অনলাইনে যেসব নির্যাতনের শিকার হয়েছে, সেজন্য তারা অ্যালেক্স জোনসের বিরুদ্ধে মামলা করেছিল। তবে অ্যালেক্স জোনস একা নন। যুক্তরাষ্ট্র এবং তার বাইরে অনেক লোক রয়েছেন যারা বিশ্বাস করেন, স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে আদতে এমন কোন ঘটনাই ঘটেনি। তারা মনে করেন, ৯-১১ এর পুরো ঘটনাটি ছিল সাজানো। এমনকি মানুষ যে চাঁদে গেছে, সেটিও তারা বিশ্বাস করতে নারাজ। লিওনার্ড পজনার ইউটিউবে একটি ভিডিওতে ক্লিক করলেন, যেখানে তার বাড়ির রাস্তা এবং বাড়ির বাইরের দৃশ্য দেখানো হয়েছে। ক্যামেরাটি এক সময় জুম করে তার বারান্দার দিকে ঘোরানো হয় এবং তার বাড়ি নম্বর ও সেখানে পৌঁছানোর পথটি স্ক্রিনে তুলে ধরা হয়। পুরো ভিডিওতে কোনো কথা শোনা যায়নি, তার প্রয়োজনও ছিল না। তবে যে বার্তাটি দেয়ার চেষ্টা করা হয়েছে তা পরিষ্কার: তুমি কোথায় থাক তা আমরা জানি। ইউটিউবে এ ধরনের কয়েক ডজন ভিডিও আছে এবং এই সংখ্যা দিনকে দিন বাড়ছে। সে জন্যই পজনার এখন যে শহরে থাকেন, তার নামটি তিনি প্রকাশ করতে চান না। তাকে বেশ কয়েকবার হত্যার হুমকি দেয়া হয়েছে এবং সা¤প্রতিক বছরগুলোতে বেশ কয়েকবার তাকে বাড়ি বদল করতে হয়েছে। লিওনার্ড পজনারকে টার্গেট করা হয়েছে, কারণ তার ছেলের হত্যাকে ঘিরে অনলাইনে যারা ট্রল করছে এবং ষড়যন্ত্র তত্ত¡ ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে তিনি লড়াই করছেন। নোয়া ছিল মাত্র ছয় বছরের একটি সহজ সরল ছেলে, লিওনার্ড, বা যার ডাকনাম লেনি, বলছিলেন, সেদিন সকালে আমি তাকে স্কুলে ছেড়ে এসেছিলাম - বাচ্চাদের তৈরি করে স্কুলে ছেড়ে আসার মতো অতি সাধারণ একটি দিন ছিল সেটি। তার দেড় ঘণ্টা পর শুরু হলো চরম দুঃস্বপ্ন। এই দুঃস্বপ্নের কথা আমি কল্পনাও করতে পারিনি। প্রায় ১০০ কোটি ডলারের ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ নিঃসন্দেহে অ্যালেক্স জোনসের জন্য বিশাল এক শাস্তি। তিনি বা অন্য কেউ, যারা এ ধরনের ভুয়া গাল-গল্প প্রচার করেন, তারা এর আগে কখনও এত বড় মাপের জরিমানার মুখে পড়েননি। সেই দিক থেকে এই রায় একটি বিশাল নজির স্থাপন করেছে। বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ