Inqilab Logo

মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বুকার জিতলেন শ্রীলঙ্কার লেখক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

দেশের গৃহযুদ্ধ-পরবর্তী প্রেক্ষাপট নিয়ে বিদ্রƒপাত্মক উপন্যাস ‘দ্য সেভেন মুনস অব মালি আলমেডা’র জন্য বুকার পুরস্কার পেয়েছেন শ্রীলঙ্কার লেখক শেহান করুনাতিলকা। লন্ডনে এক অনুষ্ঠানে ব্রিটেনের কুইন অব কনসর্ট ক্যামিলা তার হাতে এই পুরস্কার তুলে দেন। যুক্তরাজ্য থেকে প্রকাশিত ইংরেজি ভাষার উপন্যাসের জন্য বুকার পুরস্কার দেওয়া হয়। এ পুরস্কারের মূল্যমান ৫০ হাজার পাউন্ড। সংক্ষিপ্ত তালিকায় থাকা মনোনীত বাকি পাঁচ লেখককেও ২৫০০ পাউন্ড করে দেওয়া হয়। অনুষ্ঠানে তারকা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপ তারকা দুয়া লিপা। পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় শেহান করুনাতিলকা বলেছেন, পুরস্কারের এই সংক্ষিপ্ত তালিকায় থাকতে পারাটা তার জন্য ‘সম্মান ও গর্বের’। বিবিসির প্রতিবেদনে বলা হয়, অতিপ্রাকৃতিক কাহিনির এই উপন্যাসটি মারা যাওয়া একজন আলোকচিত্রীকে নিয়ে। উপন্যাসের গল্পে মারা যাওয়া যেই আলোকচিত্রী হঠাৎ ফিরে আসে এবং তার এক বন্ধুকে নিজের তোলা ছবিগুলো খুঁজে বের করে প্রকাশ করতে বলেন। সেই আলোকচিত্রী মনে করেন তার তোলা ছবিগুলো প্রকাশ পেলেই যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে মানুষ জানতে ও বুঝতে পারবে। এই নিয়ে গল্প এগিয়ে যায়। বিবিসি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ