Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

রুশ গ্যাসের সর্বোচ্চ দাম নির্ধারণ করে প্রস্তাব পেশ করবে ইইউ কমিশন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২২, ৭:০৪ পিএম

আজ (মঙ্গলবার) রুশ প্রাকৃতিক গ্যাসের সর্বোচ্চ দাম নির্ধারণ করে সংশ্লিষ্ট একটি প্রস্তাব পেশ করবে ইউরোপীয় ইউনিয়ন কমিশন।

স্থানীয় সময় গত ১৭ অক্টোবর ইউরোপীয় ইউনিয়নের পালাক্রমিক সভাপতিরাষ্ট্র চেক প্রজাতন্ত্রের শিল্প ও বাণিজ্যমন্ত্রী ইয়োজেফ সিকেলা এ তথ্য জানান।

এদিকে, রুশ প্রাকৃতিক গ্যাস শিল্প লিমিডেট কোম্পানির সিইও বলেছেন, যদি রুশ প্রাকৃতিক গ্যাসের সর্বোচ্চ দাম নির্ধারণ করে দেওয়া হয়, তবে খুব সম্ভবত গ্যাসের সরবরাহ বন্ধ করে দেবে তাঁর কোম্পানি।

আর রুশ প্রেসিডেন্টের তথ্যসচিব বলেছেন, যে-দেশ রুশ প্রাকৃতিক গ্যাসের সর্বোচ্চ দাম নির্ধারণ করে দেবে, সে-দেশের জনগণকে এর ফল ভোগ করতে হবে। সূত্র: সিআরআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ