Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবারে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ‘ট্রাম্পমাছ’

| প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নিজের জালে ধরা পড়া মাছের উদ্ভট আকৃতি দেখে চোখ কপালে উঠে গেছে চীনের এক জেলের। তিনি খেয়াল করে দেখলেন তার কলে আটকে পড়া আয়তাকৃতির মাছটি দেখতে অনেকটা নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্পের মতো। খবর ডেইলি মেইল এর। চীনের তাইজৌ শহরের ওই জেলে অনেকটা মজা করেই ফেসবুকে সেই মাছের একটি ভিডিও ফুটেজ শেয়ার করেন। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ঝড় তুলে ফেলে এই ট্রাম্পমাছ! গত মঙ্গলবার ভিডিওটি শেয়ার করার পর থেকে এ পর্যন্ত দেড় লাখ বার দেখা হয়েছে। মাছটির ছবি পোস্ট তাতে তিনি লেখেন, বলুনতো দেখি মাছটি দেখতে কার মতো। কাল বিলম্ব না করেই সবাই জবাব দিচ্ছেন, ট্রাম্পের মতো দেখতে। এদিকে, ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের জয়ী হওয়ার পর থেকেই নানা ধরনের বিতর্ক হচ্ছে। সারা বিশ্বের কার্টুনিস্টরাও ট্রাম্পকে নিয়ে তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। প্রেসিডেন্সিয়াল রেসে হিলারি ক্লিনটনের হেরে যাওয়ার খবরে নিরাশ হতে হয়েছে। নতুন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নাম ঘোষণা নির্বাক করে দিয়েছে বহু মানুষকে। ইন্ডিপেন্ডেন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ