মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উন্নয়নের নামে আফ্রিকার বিভিন্ন দেশে চীনের রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি কোম্পানিগুলো যে প্রকল্প চালাচ্ছে তাতে পরিবেশগত উদ্বেগ বাড়ছে। এসব প্রকল্প মহাদেশটির বিভিন্ন অঞ্চলে মারাত্মক পরিবেশগত বিপর্যয় ঘটাতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে জিওপলিটিক্স.ইনফো।
প্রতিবেদনে বলা হয়েছে- চীনের অবকাঠামো কোম্পানিগুলো মহাদেশটির বিভিন্ন দেশে, বিশেষ করে যেখানে পশ্চিমা বিশ্ব বা ওই দেশের কোনো কোম্পানি খনিজ ও সম্পদ আহরণ করেনি, সেখানে ওই সম্পদ আহোরণে নজর দিচ্ছে। কিন্তু এতে পরিবেশের ওপর যে নেতিবাচক প্রভাব পড়ছে, সে বিষয়ে গুরুত্ব দিচ্ছে কোম্পানিগুলো।
আফ্রিকার দেশ মোজাম্বিকে দেশীয় কাঠ ক্রয় করেছিল চীন। প্রতিশ্রুতি দিয়েছিল এতে উচ্চ মুনাফা পাবে দেশটি। কিন্তু কাজ শেষে দেখা গেছে আশপাশের বনগুলোকেও ধ্বংস করে দিয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত এক কোম্পানি। যেকোনো প্রকল্প বাস্তবায়নে দেশটির কোম্পানিগুলো বারবার পরিবেশের প্রতি উদাসীনতা দেখিয়ে আসছে।
উল্লেখ্য, অর্থনৈতিক সহায়তার নামে আফ্রিকা মহাদেশের স্বল্পোন্নত এবং উন্নয়নশীল দেশগুলোয় নানা প্রকল্প চালাচ্ছে বেইজিং। এর মধ্য দিয়ে কৌশলে ওই দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলে তাদের অর্থনীতিকে নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া হচ্ছে৷ এসব ছাপিয়ে আফ্রিকা মহাদেশে এখন নতুন করে চীন কর্তৃক পরিবেশগত বিপর্যয়ের ইস্যুটিই বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।