Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৌরভকে সরিয়ে বিসিসিআইয়ের নতুন প্রেসিডেন্ট রজার বিনি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২২, ৩:১৯ পিএম

 সৌরভ গাঙ্গুলীকে সরিয়ে দিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই)র প্রেসিডেন্ট হলেন ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের সদস্য রজার বিনি। আজ সোমবার মুম্বাইয়ে বিসিসিআই -এর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। সেখানেই নির্ধারিত হয় সৌভের ভাগ্য।

টানা তিন বছর দায়িত্ব পালন করার পর বিদায় নিলেন সাবেক ভারতীয় অধিনায়ক। তার জায়াগায় যে বিনি আসছেন, তা আগে থেকেই অনুমান করা হচ্ছিল। শেষ পর্যন্ত হয়েছেও তাই। শোনা যাচ্ছে, নিজ রাজ্য পশ্চিমবঙ্গের ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএবি) শীর্ষ পদে নির্বাচন করবেন 'কলকাতার যুবরাজ'।

বিসিসিআই-এর ৩৬তম প্রেসিডেন্ট রজার বিনি ১৯৮৩ বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার। ভারতীয় ক্রিকেটে খেলা প্রথম অ্যাংলো-ইন্ডিয়ান তিনি। এর আগে কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। সেখান থেকেই মনোনীত হয়ে বোর্ড প্রেসিডেন্ট হলেন। সবমিলিয়ে ক্রিকেট ক্যারিয়ারের ভারতের হয়ে ২৭টি টেস্ট ও ৭২টি ওয়ানডে খেলেছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ