Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারও আন্ডারওয়াটার পরমাণু ড্রোন পরীক্ষা করল রাশিয়া

| প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিশ্বের একমাত্র পরাশক্তি যুক্তরাষ্ট্রকে আর পাত্তা দিচ্ছে না পুতিনের শাসনাধীন দেশ রাশিয়া। বিশ্বব্যাপী রাজনৈতিক আধিপত্য বৃদ্ধির পাশাপাশি সামরিক শক্তিমত্তাও বৃদ্ধি করে যাচ্ছে দেশটি। এমন কি হালে খোদ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও পুতিনের প্রভাব নিয়ে প্রচ- হইচই শুরু হয়েছে। বলা হচ্ছে, রিপাবলিকান বিতর্কিত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছেন পুতিনের কারণে। এবার পশ্চিমা উদ্বেগকে বুড়ো আঙুল দেখিয়ে পুনরায় অত্যাধুনিক আন্ডারওয়াটার পারমাণবিক ড্রোনের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। এ দাবি করেছেন যুক্তরাষ্ট্রের এক গোয়েন্দা সংস্থার কর্মকর্তা। আর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের মুখপাত্র জানিয়েছেন, তারা রাশিয়ার আন্ডারওয়াটার সামরিক অগ্রগতির ওপর তীক্ষè নজর রাখছেন। নাম না জানা পেন্টাগনের এক কর্মকর্তা জানিয়েছেন, ২৭ নভেম্বর রাশিয়া পারমাণবিক ড্রোনের পরীক্ষা চালিয়েছে। যদিও এর বেশি কিছু জানাতে তিনি অস্বীকৃতি জানিয়েছেন। ফলে রাশিয়ার ড্রোন পরীক্ষাটি সফল হয়েছে কিনা তাও জানা যায়নি। পেন্টাগন কর্মকর্তার এ দাবির ফলে রাশিয়ার পারমাণবিক প্রযুক্তিতে অগ্রগতির বিষয়টিই সামনে আসলো। যা নিয়ে পশ্চিমা বিশ্ব উদ্বেগ জানিয়ে আসছিল। এর আগে চলতি বছরের সেপ্টেম্বর মাসে পারমাণবিক সাবমেরিনের কথা প্রকাশিত হয়। এর দুই মাস পর বিষয়টির সত্যতা স্বীকার করে রাশিয়া। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর দেয়া তথ্য মতে, পেন্টাগন পারমাণবিক সাবমেরিনটির কোডনেম দিয়েছে কানিয়ন। এতে সর্ব বৃহৎ পারমাণবিক অস্ত্র মজুদ আছে। অক্টোবরে রাশিয়া নিজেদের সবচেয়ে বড় পারমাণবিক মিসাইলের ছবি প্রকাশ করে। এ বোমাটি এতো ক্ষমতাসম্পন্ন যে ইংল্যান্ড কিংবা নিউ ইয়র্ক স্টেটকেও পুরো ধ্বংস করে দিতে পারবে। দ্য ইন্ডিপেন্ডেন্ট, ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ