Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জার্মানির কয়েকটি ইউরোফাইটার জেট যুদ্ধের জন্য প্রস্তুত

৮২টি সক্ষম থাকার ন্যাটোর বাধ্যবাধকতা পূরণেও অক্ষম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

ডের স্পিগেলের এক প্রতিবেদনে বুধবার বলা হয়েছে, জার্মান বিমান বাহিনীর ইউরোফাইটার জেটগুলোর মাত্র কয়েকটি যুদ্ধের জন্য প্রস্তুত। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ বিমানের প্রতিরক্ষা ব্যবস্থায় প্রযুক্তিগত সমস্যার কারণে ১২৮টি লুফটওয়াফে ইউরোফাইটারের মধ্যে মাত্র ১০টি মিশনের জন্য প্রস্তুত।
সমস্যাটি বিমানের পড সেন্সরগুলোতে কুল্যান্ট লিক থেকে উদ্ভূত হয়, যা শত্রু বিমান বা আগত আক্রমণ সনাক্ত করতে ব্যবহৃত হয়। প্রতিরক্ষা ব্যবস্থা না থাকলে ইউরোফাইটারগুলো যুদ্ধের জন্য প্রস্তুত হবে না। বিমানের ঘাটতির অর্থ হল জার্মানি তার ৮২টি যুদ্ধ বিমান সঙ্কট পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার ন্যাটোর বাধ্যবাধকতা পূরণে অক্ষম।
উইং পড ইস্যুটি লুফটওয়াফের মুখোমুখি শুধুমাত্র একটি সমস্যা। ডের স্পিগেল রিপোর্ট করেছে যে, যুদ্ধের জন্য মাত্র চারটি ইউরোফাইটার জেট প্রস্তুত করার জন্য যথেষ্ট ক্ষেপণাস্ত্র রয়েছে।
জার্মান সামরিক বাহিনী ডের স্পিগেলকে ইউরোফাইটারের প্রযুক্তিগত সমস্যা নিশ্চিত করেছে, তবে এ তথ্যটি শ্রেণীবদ্ধ করা হয়েছে বলে যুদ্ধের জন্য প্রস্তুত বিমানের সংখ্যা সম্পর্কে মন্তব্য করবে না।
ডের স্পিগেল-এর উদ্ঘাটনটি জার্মানির সামরিক প্রস্তুতি এবং সক্ষমতা নিয়ে সন্দেহ জাগানোর সর্বশেষ প্রতিবেদন। গত বছর জার্মান পার্লামেন্টে দেওয়া বুন্দেসওয়ের নথিতে সামরিক বাহিনী ১২৮টির মধ্যে ৩৯টি যুদ্ধের জন্য প্রস্তুত বলে শ্রেণীবদ্ধ করেছে।
বুন্দেসওয়ের-এর একজন মুখপাত্র ডের স্পিগেলকে বলেছেন, এ মুহূর্তে ইউরোফাইটারের ‘দৈনিক প্রকৃত প্রাপ্যতা’ গত বছরের তুলনায় ভাল।
তবে, ডের স্পিগেল বলেছিল যে, সামরিক বাহিনী যে কোনো ইউরোফাইটারকে প্রস্তুত হিসাবে উড়তে পারে বলে মনে হয়েছে, এমনকি যদি তারা ক্ষেপণাস্ত্র বা প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়াই কেবল প্রশিক্ষণ বা অনুশীলনের জন্য প্রস্তুত থাকে।
ডের স্পিগেল লিখেছে, ‘এসব জেটকে ন্যাটোর পূর্ব প্রান্তে বিমান টহলের মতো বাস্তব স্থাপনায় অংশগ্রহণ করতে বাধা দেওয়া হয়েছে’। সূত্র : ডয়চে ভেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ