মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
‘সমালোচনা করলেই বিদ্রোহী তকমা জুটবে।’ ভারতে উত্তরপ্রদেশে বিজেপির ছ’বারের নির্বাচিত সংসদ সদস্য ব্রিজভূষণ শরণ সিংহ ওই মন্তব্য করেছেন। তার মন্তব্যে যোগী আদিত্যনাথের রাজ্য সরকার অস্বস্তিতে পড়েছে বলে মনে করছেন রাজনীতিকদের একাংশ।
উত্তরপ্রদেশে সাম্প্রতিক বৃষ্টিতে রাজ্যের কয়েকটি এলাকায় বন্যা দেখা দিয়েছে। নিজের কেন্দ্র কাইসারগঞ্জে বন্যা পরিস্থিতি পরিদর্শন করার সময়ে ব্রিজভূষণ বলেন, ‘বন্যা সামলানো ও ত্রাণের ক্ষেত্রে এমন অব্যবস্থা আমি আগে দেখিনি। এখন আবার সমালোচনাও করা যায় না। কারণ সমালোচনা করলেই বিদ্রোহী তকমা দেওয়া হবে।’
ব্রিজভূষণের কথায়, ‘আমরা নিজেদের মনের কথা প্রকাশ করতে পারি না। এটা খুবই দুঃখজনক। কথা বলা যাবে না। কেবল শুনতে হবে। জনপ্রতিনিধিদের মুখ বন্ধ। মতামত দিলে কেউ শুনবেন না।’ কাইসারগঞ্জের পরিস্থিতির জন্য সরাসরি জেলা প্রশাসনকে দায়ী করেছেন ব্রিজভূষণ।
তার বক্তব্য, ‘আগে জনপ্রতিনিধিদের সঙ্গে বন্যা নিয়ন্ত্রণ নিয়ে বৈঠক করা হত। তাদের সব বিষয় জানানো হত। জেলা প্রশাসনও এবার তেমন উদ্যোগী হয়নি।’ বন্যায় সরযূ নদীর উপরে সেতু ধ্বংস হয়েছে। ব্রিজভূষণের কথায়, ‘সরযূ নদীর উপরে ওই সেতু রক্ষার জন্য গত ২ বছরে আমি প্রশাসনকে অন্তত ১০টি চিঠি লিখেছি।’
গত রোববার যোগীকে বন্যা পরিস্থিতি নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি’র এমপি বরুণ গান্ধী। বন্যার মধ্যেও রাজ্যে উত্তরপ্রদেশ সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন কমিটির পরীক্ষা নেওয়া নিয়ে সরব হয়েছেন তিনি। সম্প্রতি আকাশপথে বন্যা পরিস্থিতি ঘুরে দেখেন যোগী। বরুণের কটাক্ষ, ‘হয়তো আকাশপথে ঘুরে দেখলে মাটির সমস্যা টের পাওয়া যায় না।’ সূত্র : টাইমস অব ইন্ডিয়া, ডেকান হেরাল্ড, ইন্ডিয়ান এক্সপ্রেস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।