Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেনকে অস্ত্র দেওয়ার ক্ষেত্রে ইসরাইলকে রাশিয়ার কড়া হুঁশিয়ারি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২২, ৮:৫৪ পিএম

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ইউক্রেনকে অস্ত্র দেওয়ার ক্ষেত্রে ইসরাইলকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেনকে ইসরাইল অস্ত্র দিলে রাশিয়া-ইসরাইল সম্পর্ক অনেক খারাপ হয়ে যাবে।

এ ব্যাপারে টেলিগ্রামে মেদভেদেভ বলেছেন, কিয়েভকে (ইউক্রেনকে) অস্ত্র দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল। খুবই ব্পেরোয়া পদক্ষেপ। এটি আমাদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ধ্বংস করে দেবে।
এদিকে ইউক্রেনে এখন পর্যন্ত মানবিক সহায়তা দিয়েছে ইসরাইল। যার মধ্যে রয়েছে হেলমেট। তারা এখন পর্যন্ত কোনো অস্ত্র পাঠায়নি।

মেদভেদেভ এমন কড়া মন্তব্য করার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছে ইসরাইল। দেশটির প্রধানমন্ত্রী ইয়ার লাপিদের একজন মুখপাত্র, যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তিনি সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় মেদভেদেভের মন্তব্য নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানাবে না।

রাশিয়া ইউক্রেনে হামলা করার পরও রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে যাচ্ছে ইসরাইল। এমনকি তারা নিরপেক্ষ ভূমিকা পালন করার আগ্রহও জানিয়েছে। সূত্র: আল জাজিরা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ