মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ার টানা হামলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ইউক্রেনের বহু বসতবাড়ি ও স্থাপনা। গুরুত্বপূর্ণ বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র ধ্বংস হওয়ার পাশাপাশি বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পানির পাম্প। ফলে বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, সবচেয়ে বেশি সংকট তৈরি হয়েছে ইউক্রেনের দক্ষিণাঞ্চল মাইকোলাইভ এলাকায়। সেখানকার কোনো বাড়িতেই মিলছে না খাবার পানি।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলের মাইকোলাইভ এলাকায় খাবার পানি সংগ্রহ করছেন বাসিন্দারা।
বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে কিছু পানি সরবরাহ করা গেলেও তা চাহিদার তুলনা অপ্রতুল। অনেকেই অভিযোগ করেছেন, পাঁচ মাস ধরে তাদের বাড়িতে পানির সংযোগ বিচ্ছিন্ন।
শহরের মেয়র জানিয়েছেন, ২৪ ফেব্রুয়ারি রুশ আগ্রাসন শুরুর পর থেকে তাদের আট শতাধিক ভবন গুঁড়িয়ে দিয়েছে পুতিন বাহিনী। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।