মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) বিংশতম জাতীয় কংগ্রেস বেইজিংয়ে চলছে। সিপিসির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শি জিনপিং আজ (সোমবার) কুয়াং সি প্রদেশের প্রতিনিধি দলের আলোচনায় অংশগ্রহণ করেন।
তিনি বলেছেন, গেল দশ বছর ছিল নতুন যুগের অসাধারণ এক দশক। এসময় সিপিসি ও চীন নানা ক্ষেত্রে যুগান্তকারী অগ্রগতি অর্জন করেছে। অনুশীলন প্রমাণ করে যে চীনা বৈশিষ্ট্যের পথ দেশের বাস্তব অবস্থা, মানুষের প্রত্যাশা ও যুগের চাহিদার সঙ্গে সঙ্গতিপূর্ণ। তিনি বলেন, ‘আমরা সঠিক পথে চলছি এবং স্থিতিশীলভাবে এগিয়ে যাচ্ছি।’ তিনি জোর দিয়ে বলেন, দ্বিতীয় শতবর্ষের লক্ষ্য বাস্তবায়ন একটি পরীক্ষা। আস্থাশীল থেকে ইতিহাস ও জনগণের কাছে এ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ২০তম জাতীয় কংগ্রেস গতকাল (রোববার) বেইজিংয়ে মহাগণভবনে শুরু হয়েছে। সিপিসি’র ১৯তম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এবারের জাতীয় কংগ্রেসে কর্ম-প্রতিবেদন পেশ করেন প্রেসিডেন্ট শি জিনপিং। তাতে তিনি অর্থনীতির উন্নয়ন, গ্রামাঞ্চলের পুনর্জাগরণ, বৈদেশিক উন্মুক্ততা, শিক্ষা ও চিকিৎসা, প্রাকৃতিক পরিবেশ, পরিবেশ সুরক্ষা এবং এক দেশ দুই ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে ভবিষ্যতে সিপিসি’র দেশ পরিচালনার কৌশল তুলে ধরেন।
অর্থনৈতিক উন্নয়ন প্রসঙ্গে প্রতিবেদনে একটি আধুনিক শিল্প ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে। বাস্তব অর্থনীতির উপর ফোকাস করার উপর জোর দেওয়া, নতুন শিল্পায়নকে উন্নত করা এবং মহাকাশ, পরিবহন, ইন্টারনেট ও ডিজিটাল ক্ষেত্রে শক্তিশালী দেশ গঠনের প্রস্তাবও উত্থাপন করা হয়।
গ্রামীণ পুনরুজ্জীবনের বিষয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে আমাদের অবশ্যই দারিদ্র্যবিমোচনের অর্জনকে একীভূত ও প্রসারিত করতে হবে। একটি শক্তিশালী কৃষি-প্রধান দেশের নির্মাণকে ত্বরান্বিত করতে হবে। সব দিক থেকে খাদ্য নিরাপত্তার ভিত্তি সুসংহত করতে হবে। বার কোটি হেক্টর আবাদযোগ্য লাল রেখাকে দৃঢ়ভাবে বজায় রাখতে হবে। চীনা জনগণের চালের বাটি দৃঢ়ভাবে তাদের নিজের হাতে ধরে রাখা নিশ্চিত করতে হবে। সূত্র: সিআরআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।