Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাবুলে দায়েশের গণমাধ্যম প্রধান গ্রেপ্তার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২২, ৮:৩১ পিএম

জঙ্গিগোষ্ঠী দায়েশের গণমাধ্যম শাখার প্রধান মোহাম্মদ জাভেদকে গ্রেপ্তার করার দাবি করেছে তালেবান সরকার। আফগানিস্তানের সরকারি বার্তা সংস্থা বাখতার নিউজ এজেন্সির এক প্রতিবেদেনে এ তথ্য জানা যায়।

আজ সোমবার তালেবান সরকারের গোয়েন্দারা কাবুল থেকে তাকে গ্রেপ্তার করে। দায়েশের গণমাধ্যম প্রধান জাভেদ টেলিগ্রাম ও ফেসবুকে বিভিন্ন ছদ্মনামে দায়েশের পক্ষে প্রচারণা চালাতেন। ড. আবু ওমর খালিদ, সাবাওন আরমান, আবু ইয়াসের ও মোহাম্মদ জাভেদ নামে এসব প্রচারণা চালাতেন তিনি।

আটক দায়েশ জঙ্গি ১৮ তালেবান সদস্য হত্যায় অভিযুক্ত বলেও জানায় কাবুলের গোয়েন্দা দপ্তর। এ সময় তার কাছে থাকা দায়শের বিভিন্ন বিজ্ঞাপন ও প্রকাশনী সামগ্রী জব্দ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ