Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সারা বিশ্বে বাড়ছে চীনের ‘বন্ধু বলয়’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২২, ৮:২৯ পিএম

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (সোমবার) বেইজিংয়ে বলেছেন, সম্প্রতি বিভিন্ন দেশের শীর্ষনেতা ও আন্তর্জাতিক সংস্থার দায়িত্বশীল কর্মকর্তাগণ ফোনে বা বার্তার মাধ্যমে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সিপিসি’র বিংশতম জাতীয় কংগ্রেসের উদ্বোধন উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং’র নেতৃত্বে সিপিসি চীনা জাতির পুনরুত্থান বাস্তবায়ন করতে পারবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। ওয়াং ওয়েন বিন বলেন, বিভিন্ন পক্ষ চীনের সঙ্গে তাদের দেশগুলোর সম্পর্কের ওপর গুরুত্বারোপের কথা তুলে ধরেছে। তারা জোর দিয়ে বলেছেন, চীন বিশ্ব শান্তি, নিরাপত্তা, বহুপক্ষবাদ, সমতা-সম্পন্ন ও ন্যায়সঙ্গত শৃঙ্খলার উদ্যোক্তা। চীন বিশ্ব অর্থনীতির চালিকাশক্তিতে পরিণত হয়েছে।

ওয়াং ওয়েন বিন আরও বলেন, বিশ্বকে মনে রাখলে বন্ধু বিশ্বজুড়ে থাকবে। সিপিসির অষ্টাদশ কংগ্রেসের পর থেকে চীন শান্তিপূর্ণ উন্নয়নের পথে অবিচল রয়েছে। চীন বরাবরই বিশ্ব শান্তির প্রতিষ্ঠাতা, বিশ্ব উন্নয়নের অবদানকারী এবং বিশ্ব শৃঙ্খলার রক্ষাকারী। বিশ্বের গুরুত্বপূর্ণ বিষয়ে চীনা প্রস্তাব ও মেধা প্রদান করেছে চীন। যা আন্তর্জাতিক সমাজের স্বীকৃতি পেয়েছে। বেশ কয়েকটি জরিপ থেকে জানা গেছে, বিশ্ব, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে চীন জনপ্রিয়।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরিস প্রশংসা করে বলেন, চীন বর্তমানে বিশ্ব শান্তি ও উন্নয়নে অপরিহার্য ও নির্ভরশীল শক্তিতে পরিণত হয়েছে। চীন বিভিন্ন দেশের সঙ্গে সুযোগসুবিধা শেয়ার করে মানব জাতির অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট কমিউনিটি গঠন করতে ইচ্ছুক। সূত্র: সিআরআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ