Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘হিন্দুরা একটা বিয়ে করে, রাখে তিনটা’, মন্তব্যের জেরে মিম নেতার বিরুদ্ধে মামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২২, ৬:২২ পিএম

তার বিরুদ্ধে ভরা জনসভায় ‘সাম্প্রদায়িক’ মন্তব্য করার অভিযোগ উঠেছিল। শনিবার উত্তরপ্রদেশের এআইএমআইএমের রাজ্য সভাপতি শওকত আলি বলেন, যারা মুসলিমদের হুমকি দিচ্ছে ‘তারা একটা বিয়ে করে তিনটে রক্ষিতা রাখে, অবৈধ সন্তানও থাকে।’ এমন বিতর্কিত মন্তব্যের জেরে মামলা হল উত্তরপ্রদেশের এআইএমআইএমের নেতার বিরুদ্ধে। একটি সম্প্রদায়ের বিরুদ্ধে অশ্রদ্ধা ও অবমাননাকর মন্তব্যের অভিযোগে আনা হয়েছে তার বিরুদ্ধে।

শনিবার উত্তরপ্রদেশের এক সভায় শওকত আলি বলেন, “লোকে বলে আমাদের তিনটে করে বিয়ে। আমাদের দু’টো বিয়ে হলেও আমরা প্রত্যেক স্ত্রীকেই সমাজে সমান সম্মান দিয়ে থাকি। কিন্তু আপনারা (হিন্দুরা) একজনকে বিয়ে করেন আর তিনজন রক্ষিতা রাখেন। স্ত্রীকেও সম্মান দেন না, ওই রক্ষিতাদেরও নয়। কিন্তু আমরা দুটো বিয়ে করলেও দু’জনকেই একইরকম গুরুত্ব দিই এবং সব সন্তানের নামের রেশন কার্ডও থাকে।” স্বাভাবিক ভাবেই তার এমন মন্তব্যের পর বিতর্কের ঝড় ওঠে।

যদিও পরে শওকত সাফাই দেন, নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে অভিযোগ করেননি। বরং যে সব ব্যক্তি এই ধরনের অন্যায় করেন তাদের বিরুদ্ধে সরব হয়েছেন। যদিও একথা শুনতে রাজি নয় যোগীরাজ্যের গেরুয়া নেতারা। উত্তরপ্রদেশের বিজেপি মুখপাত্র হিরো বাজপেয়ীর বক্তব্য, “এটা কেবল ধর্মীয় সম্প্রদায়ের ভাবাবেগে আঘাতের বিষয় নয়, বরং মহিলাদের প্রতি অসম্মান। এই দেশে মেয়েরা দুর্গা, লক্ষ্মী। মন্দিরে মন্দিরে তাদের পুজো হয়। স্বাধীনতার পরে প্রথম নির্বাচন থেকে ভোটাধিকার রয়েছে মেয়েদের। তাদের অর্ধাঙ্গিনী সম্বোধন করা হয়।”

মুসলিম নেতার বিরুদ্ধে মামলার বিষয়ে সমভালের এসপি চক্রেশ মিশ্র জানিয়েছেন, উত্তরপ্রদেশের এআইএমআইএমের রাজ্য সভাপতি শওকত আলির বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। তার বিরুদ্ধে একটি সম্প্রদায়ের প্রতি অসম্মানজনক ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে। হিন্দু সম্প্রদায়ের প্রতি তিনি এমন মন্তব্য করেন।

উল্লেখ্য, সেদিন হিন্দু বিবাহের পাশাপাশি হিজাব বিতর্ক নিয়েও মুখ খোলেন শওকত। তার দাবি, এই দেশে কে কী পোশাক পরবে, সেই সিদ্ধান্ত হিন্দুরা নেবে না। সংবিধান নেবে। শওকতের কথায়, “এই ধরনের বিষয়গুলি সামনে এনে দেশকে দ্বিধাবিভক্ত করার কাজ করে চলেছে বিজেপি। কিন্তু কে কোন পোশাক পরবে, তা হিন্দুত্ববাদীরা ঠিক করতে পারে না।” প্রতি ক্ষেত্রে মুসলিমদেরই টার্গেট করা হয় বলেও অভিযোগ শওকতের। মাদ্রাসা থেকে হিজাব ইস্যু- প্রত্যেক সময় মুসলিমদেরই নিশানা করা হয়। কারণ তারা সহজ টার্গেট। বিজেপি দুর্বল হয়ে পড়লেই এই ইস্যুগুলোকে বেশি করে তুলে ধরে। শওকত বলেন, “তোমাদের মতো কীট-পতঙ্গরা ৮৩২ বছর ধরে আমাদের শাসন করছ। এক সময় ‘জি হুজুর’ করতে এখন আমাদের হুমকি দিচ্ছ।” সূত্র: টাইমস নাউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ