Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোটরসাইকেলে মাকে আনা হলো না সেনাসদস্য মহিদুলের

নীলফামারী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২২, ৫:৫৯ পিএম

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় মহিদুল ইসলাম(২৬) নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে।
আজ দুপুর দেড়টার দিকে জেলা সদরের খোকশাবাড়ি ইউনিয়নের রামকলা সোনারডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তিন একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
স্থানীয়রা জানান, মোটর সাইকেল যোগে ভুল্লির দিকে যাচ্ছিলেন মহিদুল ইসলাম। ঘটনাস্থলে বিপরিত দিক থেকে আসা একটি ভুট্টাবোঝাই ট্রাক্টরের সাথে থাক্কা লাগলে গুরুত্বর আহত হন তিনি।
তাৎক্ষনিক ভাবে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতলে নেয়ার পথেই মারা যান সেনা সদস্য মহিদুল।
নিহত সেনা সদস্যের প্রতিবেশি সিরাজ উদ্দিন জানান, ১৫দিনের ছুটিতে শনিবার বাড়িতে আসে মহিদুল। শুনেছিলাম যশোর সেনানিবাস থেকে তার বদলী হয় ঢাকা সেনানিবাসে। বদলী জনিত ছুটিতে বাড়িতে আসে সে।
আজ দুপুরে দিনাজপুর জেলার খানসামা উপজেলার ভুল্লি এলাকায় মা জান্নাতী বেগমকে আনতে মোটরসাইকেল যোগে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়ে মারা যায় সে।
নীলফামারী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের মেডিক্যাল অফিসার জুলফিকার আলী নবাব বলেন, সোয়া একটার দিকে হাসপাতালে নেয়া হয় এই রোগীকে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রউপ জানান, মৃতদেহ হাসপাতালে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
দুর্ঘটনায় জড়িত ট্রাক্টরটি পুলিশ হেফাজতে রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেনাসদস্য

১ ফেব্রুয়ারি, ২০১৯
১০ ডিসেম্বর, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ