Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

টেবিল টেনিস লিগ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

ওয়ালটন ঢাকা মহানগরী টেবিল টেনিস (টিটি) লিগের তিন বিভাগের খেলা গতকাল শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। প্রিমিয়ার বিভাগে উত্তরা টিটি ক্লাব ৩-০ সেটে শেখ রাসেল ক্রীড়া চক্রকে, এজাক্স এসসি ৩-০ সেটে আরমানিটোলা জেএসকে, পাললিক গ্রæপ ৩-০ সেটে ঢাকা মেরিনার ইয়াং ক্লাবকে, পুলিশ ক্লাব ৩-০ সেটে অরুনিমা স্পোর্টস ওয়্যার লিমিটেডকে এবং ওয়ারি ক্লাব ৩-০ সেটে সেন্ট্রাল ধানমন্ডিকে হারায়। প্রথম বিভাগে ল্যাবএইড ফাউন্ডেশন ৩ -০ সেটে নভো এয়ার টিটি ক্লাবকে, তাজ টিটি একাডেমি ৩-২ সেটে সিনথিয়া এসসিকে, ইঞ্জিনিয়ারস রিক্রিয়েশন সেন্টার ৩-০ সেটে নভো এয়ার টেবিল টেনিস ক্লাবকে, বেঙ্গল ওয়ারিয়ার ৩-০ সেটে মনসুর স্পোর্টিং ক্লাবকে, লিংকওয়ে স্পোর্টিং ক্লাব ৩-০ সেটে অফিসার্স ক্লাব ঢাকাকে, পলাশ মেমোরিয়াল টিটি ক্লাব ৩-০ সেটে বিপিএল ক্লাবকে, বিজয় টিটি একাডেমি ৩-১ সেটে কম্বাইন্ড এসসিকে, টিটি একাডেমি ৩-০ সেটে রেভ টেবিল টেনিস ক্লাবকে, ট্রাভেলো ৩-০ সেটে ব্যাটম্যান ক্লাবকে, টিম অ্যাভেঞ্জার একই ব্যবধানে লিংকার্সকে, প্রমিজিং জুনিয়র ৩-০ সেটে বান্টি স্পোর্টিংকে, সাউথ ইস্ট ৩-২ সেটে লালবাগ একাডেমি এবং লেকসিটি টেবিল টেনিস ক্লাব ৩-০ সেটে নন্দ কুমার দত্ত ক্লাবকে হারায়। এদিকে নারী বিভাগের খেলায় পুলিশ ক্লাব ৩-০ সেটে সোহেল স্মৃতি সংসদকে, আবাহনী লিমিটেড ৩-০ সেটে ঢাকা ইয়ংস ক্লাবকে এবং আনোয়ারা বেগম স্পোর্টিং ক্লাব ৩-১ সেটে বেঙ্গল ওয়ারিয়র ক্লাবকে হারায়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ