Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশের চেয়ে এগিয়ে নামিবিয়া!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

শর্ট ভার্সন ক্রিকেট টি-টোয়েন্টি ফরম্যাটের সঙ্গে এখনো মানিয়ে নিতে পারেনি বাংলাদেশ। পরীক্ষা-নিরীক্ষা চলছে বিস্তর। কিন্তু ফল মিলছে না। মনে হচ্ছে এই ফরম্যাটটা যেন বাংলাদেশের জন্য এক ধাঁধার নাম। তারপরও যে কোন আসরে দেশের ক্রিকেটপ্রেমীদের আশা থাকে সাকিব আল হাসানরা ভালো করবেন। কিন্তু কিছুতেই যেন কিছু হচ্ছে না। গতকাল অস্ট্রেলিয়ায় শুরু হওয়া এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে কেমন করবে বাংলাদেশ? এ প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে লাল-সবুজের ক্রিকেটভক্তদের মনে। তবে এর উত্তর কেউ জানেন না। পরিসংখ্যান কিন্তু খুব বড় আশা দেখাচ্ছে না। লজ্জার ব্যাপার হলো, টি-টোয়েন্টিতে বাংলাদেশের চেয়ে পূর্ণ সদস্য দলের বিপক্ষে এখন জয় বেশি নামিবিয়ার। এদিক দিয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে নামিবিয়া!
কাল টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়ে অঘটনের জন্ম দিয়েছে নামিবিয়া। এ নিয়ে টানা দুই বিশ্বকাপে আইসিসির দুই পূর্ণ সদস্যের বিপক্ষে (২০২১ সালে আয়ারল্যান্ড, এবার শ্রীলঙ্কা) জিতল দলটি। টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির পূর্ণ সদস্য দেশের বিপক্ষে বাংলাদেশের জয় কেবল একটি। ২০০৭ সালে বিশ্বকাপের প্রথম আসরে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল টাইগাররা। এরপর আর কোনো বড় দলকে হারাতে পারেনি বাংলাদেশ। অন্যদিকে শ্রীলঙ্কাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে পূর্ণ সদস্য দলের বিপক্ষে বাংলাদেশের চেয়ে বেশি ম্যাচ জিতল নামিবিয়া। জিম্বাবুয়ের জয় একটি, আফগানিস্তান ও আয়ারল্যান্ডেরও পূর্ণ সদস্যের বিপক্ষে বিশ্বকাপে আছে দু’টি করে জয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ