Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেসিদের ম্যাচ দেখতে কাতার যাচ্ছেন সাকিব

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বর্তমানে অস্ট্রেলিয়ায় আছেন সাকিব আল হাসান। বাংলাদেশ দলের নেতৃত্বের ভার তার কাঁধেই। তবে আসরে নিজেদের খেলা শেষ করে লিওনেল মেসিদের খেলা দেখতে কাতারে উড়ে যাবেন বিশ্ব সেরা এ অলরাউন্ডার।
আগামী ২০ নভেম্বর কাতারে শুরু হতে যাচ্ছে এবারের বিশ্বকাপ। প্রথম দিনে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিকরা। তবে সাকিব দেখবেন আর্জেন্টিনার একটি ম্যাচ। গ্রæপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে খেলবে আলবিসেলেস্তারা। সেই ম্যাচেরই দুটি টিকিট কিনেছেন সাকিব।
প্রতিটি দেশের ফেডারেশনকে প্রতি বিশ্বকাপেই কিছু টিকিট দিয়ে থাকে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যা বিক্রি করা হয় স্থানীয় সাবেক-বর্তমান খেলোয়াড়, ক্লাব, পৃষ্ঠপোষক এবং খেলাধুলার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য খেলোয়াড়দের মধ্যে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাওয়া ২৯০টি থেকেই দুটি টিকিট কিনেছেন সাকিব। তবে চেয়েছিলেন চারটি। কিন্তু তাকে দুটি টিকিট দিয়েছে বাফুফে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ