মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রসিয়া-১ কে বলেছেন, ন্যাটো আসলে ইউক্রেনের সংঘাতে জড়িয়ে পড়েছে তবে এটি কোনওভাবেই রাশিয়ার লক্ষ্যকে প্রভাবিত করছে না।
রোববার টিভি প্রোগ্রামে পাভেল জারুবিনকে দেয়া এক সাক্ষাতকারে পেসকভ বলেন, ‘প্রকৃতপক্ষে, ন্যাটো ইউক্রেনের সংঘাতে জড়িয়ে পড়েছে। তবে, এটি কোনোভাবেই আমাদের লক্ষ্যকে প্রভাবিত করছে না।’
তিনি বলেন, ‘অভিযান অব্যাহত থাকবে এবং আমরা এটির মধ্য দিয়ে যাব।’
‘আপাতদৃষ্টিতে, এটি আমাদের অর্থনৈতিক এবং অন্যান্য বাহিনীকে একত্রিত করতে বাধ্য করছে। কিয়েভ শাসন এক জিনিস কিন্তু ন্যাটোর সম্ভাবনা অন্য জিনিস। এর অর্থ একটি অতিরিক্ত বোঝা। তবে, আমাদের সম্ভাবনা আমাদের এই পরিস্থিতিতে অপারেশন চালিয়ে যেতে সক্ষম করে তোলে,’ পেসকভ উল্লেখ করেন। সূত্র: তাস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।