Inqilab Logo

বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সমা‌বে‌শে বিএন‌পির লোক দে‌খে আমরা ভয় পাই না: ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২২, ৪:৫২ পিএম | আপডেট : ৬:১২ পিএম, ১৬ অক্টোবর, ২০২২

বিএনপিকে মাথা খারাপ না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মাথা খারাপ করলে দলটি পেট্রোল বোমা নিয়ে নামতে পারে- এটা নিয়েও ভয়ে আছেন বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক

রোববার (১৬ অক্টোবর) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা বিএনপিকে বলব, আপনারা মাথাটা খারাপ করবেন না। আপনাদের মাথা যেন খারাপ না হয়। মাথা খারাপ করে আবার পেট্রোল বোমা নিয়ে নামবেন, আমরা তো এই ভয়ে ভুগছি। মাথা খারাপ করে আবার কবে জাতীয় পতাকা লাঠিসোটা নিয়ে নামবেন, আমরা সেই ভয়ে আছি। আমরা ভয় করি, আপনারা যখন আন্দোলন করতে গিয়ে সহিংসতার উপাদান যুক্ত করেন। সেটা নিয়ে আপনাদের ভাবনা আছে? এটা তো দেশের নিরাপত্তা, জনগণের জানমালের নিরাপত্তার ব্যাপার আছে।’

তিনি বলেন, ‘তাদের দলের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতায় মুক্ত আছেন। কিন্তু এ মুক্ত অবস্থাটা বিএনপি ক্রিয়েট করতে পারেনি। তারা বাংলাদেশে একটা চোখে পড়ার মতো আন্দোলন বা বিক্ষোভ বেগম খালেদা জিয়ার জন্য করতে পারেনি। তাদের মুখে এটা শোভা পায় না। এখন কিছু লোক দেখছি, আমি তো বলি তাদের দলের নেতাকর্মীরা মাথায় ঢুকিয়েছে, ক্ষমতায় এসেই যাচ্ছে। তারপর আবার কিছু লোক যে অভাব-কষ্টে আছে, সে ধরনের কিছু লোকও তাদের সভা-সমাবেশে আসছে। তবে বেশি পরিমাণ না। মানুষ কিন্তু ওইভাবে আন্দোলনে যেভাবে ঝাঁপিয়ে পড়ে, যেটা ৬৯ হয়েছে, সেটা হয়নি। বাংলাদেশে গণঅভ্যুত্থান যাকে বলে, ৬৯ সালের পর কখনো হয়নি। গণঅভ্যুত্থান একবারই হয়েছে, নেতাকর্মীদের আন্দোলন অনেক হয়েছে। এখন নেতাকর্মীরা এ অবস্থায় থাকলেই হলো। আর সরকারের মাথা ঠিক আছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘সমা‌বে‌শে বিএন‌পির লোক দে‌খে আমরা ভয় পাই না। তারা যত লোক টা‌র্গেট দেয় তত লোক কি হ‌বে? (বিএন‌পির সমা‌বে‌শে লোক সমা‌বেশ নি‌য়ে) অনেকে অনেক কথা বলেছে, বলছে ৩০, ৩৫ বা ৫০ হাজার লোক হ‌য়ে‌ছে। আমি প্রধানমন্ত্রীর সাথে টে‌লিফোনে যেটা বলে‌ছি, লাখের কাছাকাছি চট্টগ্রামে। সত্যকে আড়াল করে লাভ নেই। সত্য‌ আড়াল করব কেন? এটা আওয়ামী‌ লীগের বহু লোক স্বীকার করতে চাইবে না, বলবে ৩০ হাজার, ২৫ হাজার হয়েছে।’

তিনি বলেন, ‘বিএন‌পি গত কয়েক বছরে যেভাবে লোক সমাগম করেছে সে তুলনায় এটা‌ ফ্লপ হয়ে গেছে- আমার মনে হয় এটা সঠিক নয়। আমরা শুধু তা‌দের বলি, শান্তিপূর্ণভাবে করেন। ঢাকায় আপনারা ১০ লাখ মানুষ বসান, আমরাও ৩০ লাখ বসা‌তে পারি। কিন্তু যানজটের কি অবস্থা হ‌বে?



 

Show all comments
  • NHuda ১৬ অক্টোবর, ২০২২, ৬:৪৬ পিএম says : 0
    বিএন‌পির সমা‌বে‌শে লোক সমা‌বেশ নি‌য়ে) অনেকে অনেক কথা বলেছে, কাদের সাহেব শত বাধার পরও এতো লোক হয়েছে, স্বগোষিত বাস ধর্মগট, বাধা না দিলে কত লোক হতো চিন্তা করে দেখেন। নিজকে আর কত ছোট করবেন, আপনাদের এবং প্রধানমন্ত্রীর বয়স হয়েছে বাকি সময়ে সবার সাথে মাইল মিশে দেশের সবাইকে নিয়ে থাকুন। যেই কোনো জামেলা দুই পক্ষ থাকে, মামলা হয় এক পক্ষের বিরুদ্ধে? সবাই আপনাদের থেকে রাজনীতি শিখতেছে, ক্ষমতা চিরদিন কেউ থাকবেনা।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ