বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে বস্তিতে অগ্নিকান্ডে ঘুমন্ত অবস্থায় শিপন মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল শনিবার ভোরে অগ্নিকান্ডে ঘরের মধ্যেই তার মৃত্যু হয়। শিপন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কিতাব আলীর পুত্র। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।
শাহজাহানপুর থানার ওসি আব্দুল মাতুব্বর বলেন, শুক্রবার রাত পৌনে ৪টার দিকে বৈদ্যুতিক শটসার্কিটের মাধ্যমে শাহজাহানপুর রেলওয়ে কলোনি বস্তির একটি ছাপড়া ঘরে আগুন লাগে। এতে একটি ঘর পুরোপুরি ও আরেকটি ঘর আংশিক পুড়ে যায়। এ সময় শিপন মিয়া অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, খিলগাঁওয়ের দু’টি ইউনিট রাত ৪টা ২০ মিনিটে আগুন নেভায়। আগুনে বস্তির দুইটি ঘর পুড়ে গেছে। শিপন নামের একজন মারা গেছেন। আগুনে আলম ফার্নিচারের আসবাবপত্র পুড়ে গেছে।
স্থানীয়রা জানান, শিপন ওই বস্তিঘরে একাই থাকতেন। তিনি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন। শিপনকে ঘর থেকে বের করতে পারেননি তারা। ঘরে কিভাবে আগুন লাগল তা তারা নিশ্চিত নন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।