Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

মোবাইলকোর্টে ৪ ব্যবসায়ীকে জরিমানা

| প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কোটালীপাড়া উপজেলা সংবাদদাতা : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভেজাল পণ্য বিক্রি ও অস্ব্যাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় বিভিন্ন ধারায় ৪ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে মোবাইলকোর্ট। গতকাল শনিবার উপজেলার ভাঙ্গারহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেসার্স সাহা ট্রেডার্সে ভেজাল পণ্য বিক্রি করায় ৩ হাজার, সান বেকারীকে ৭ হাজার, কালুর খাবার হোটেল ২ হাজার ৫ শত ও বিধান হালদারের মিস্টির দোকানে অস্ব্যাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে ২ হাজার ৫ শত টাকা করে সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা করেন মোবাইল কোর্টের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামজীদ আহমেদ। এ সময় স্ব্যাস্থ্য পরিদর্শক সেলিম মীর, এসআই তানভীর আহমেদ ও উপজেলা নির্বাহী অফিসারের একান্ত সহকারী রুমান শিকদার উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোবাইলকোর্ট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ