মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) বিংশতম জাতীয় কংগ্রেসের মুখপাত্র সুন ইয়ে লি আজ (শনিবার) বেইজিংয়ে বলেছেন, চীন অব্যাহতভাবে যৌথ আলোচনা ও নির্মাণের নীতি মেনে চলে উন্মুক্ত, সবুজ ও দুর্নীতিমুক্ত ধারণা প্রচারণা চালিয়ে আসছে।
তিনি বলেন, উচ্চ মান, টেকসই ও জনগণের কল্যাণের উদ্দেশ্যে আরও উচ্চ মানের সহযোগিতা, উচ্চ মুনাফা, উচ্চ সরবরাহ মান ও টেকসই উন্নয়ন বাস্তবায়ন করবে চীন।
তিনি বলেন, ‘এক অঞ্চল এক পথ’ প্রস্তাব চালু হবার ৯ বছরে চীন বিশ্বের ১৪০টি দেশ ও ৩০টির বেশি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর করেছে। ‘এক অঞ্চল এক পথ’ ধারণাটি জাতিসংঘসহ নানা আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ ফলাফল দলিলে অন্তর্ভূক্ত করেছে।
তিনি আরও বলেন, ‘এক অঞ্চল এক পথ’ জনপ্রিয় একটি আন্তর্জাতিক গণপণ্যে পরিনত হয়েছে। চলতি বছরের জুন মাস পর্যন্ত ‘এক অঞ্চল এক পথ’ সংশ্লিষ্ট দেশের সঙ্গে চীনের পণ্য বাণিজ্যের পরিমাণ হয়েছে ১২ ট্রিলিয়ন ডলার। সূত্র: সিনহুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।