Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেখ জামালে গোলরক্ষক কোচ বিপ্লব

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২২, ৮:১৭ পিএম

অবশেষে ক্লাব কোচিংয়ে ফিরলেন জাতীয় ফুটবল দলের সাবেক তারকা গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য্য। কোচিং পেশায় আসার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) গোলরক্ষক কোচ হিসেবে কাজ করেছেন গত দুই বছর। এই সময়ে জাতীয় দল থেকে শুরু করে বিভিন্ন বয়সভিত্তিক ও নারী দলের পাশাপাশি বাফুফের এলিট একাডেমীতে কাজ করেছেন বিপ্লব। তবে বাফুফের দায়িত্ব সাময়িকভাবে ছেড়ে দিয়ে ক্লাবের দায়িত্ব নিচ্ছেন তিনি। সাবেক এই তারকা গোলরক্ষক শুক্রবার জানান, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অন্যতম দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে তার চুক্তি হয়েছে। সেখানে গোলরক্ষক কোচ হিসেবে শনিবারই কাজ শুরু করবেন বিপ্লব। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ বাফুফের সভাপতি কাজী মো. সালাউদ্দিনের সঙ্গে বুধবার বিষয়টি নিয়ে বসেছিলাম। তিনি আমাকে বাফুফের দায়িত্বে থাকার জন্য বলেছিলেন। আর্থিক সম্মানীও বৃদ্ধির কথা বলেছিলেন। মার্চ পর্যন্ত জাতীয় দলের খেলা না থাকায় এবং আমি একটু বিশ্রাম চাওয়ায় তিনি আমার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।’ এদিকে জানা গেছে, বেশ বড় অংকের সম্মানিতেই চট্টগ্রাম আবাহনী থেকে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রধান কোচ হিসেবে যোগ দিয়েছেন মারুফুল হক। বিপ্লবও পাচ্ছেন মোটা অংক। এদিকে জাতীয় দলের সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সার নতুন দল ফর্টিজ এফসিতে যোগ দিয়েছেন বলেও বিশ্বস্ত সুত্র জানায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ