পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
সোনাগাজি (ফেনী) উপজেলা সংবাদদাতা : এক হাজার তিন একর এলাকাজুড়ে ফেনী জেলার সোনাগাজী উপজেলার চর চান্দিয়ায় নির্মিত হচ্ছে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্প। প্রকল্প বাস্তবায়ন হলে এখান থেকে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। বিদ্যুৎকেন্দ্র নির্মাণে প্রাথমিকভাবে জমি অধিগ্রহণের কাজ শুরু করেছে সরকার। এজন্য ১০২ কোটি ৯২ লাখ টাকার প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। গত মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয় সূত্র জানায়, সোনাগাজীর বিস্তীর্ণ চরাঞ্চল এলাকায় প্রস্তাবিত এ প্রকল্প বিদ্যুৎ বিভাগের অধীনস্থ প্রতিষ্ঠান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বাস্তবায়ন করবে। ফেনীর মহুরী নদীর তীরে ও সোনাগাজীতেই ২০০৫ সালে দেশের প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্র পাইলট প্রকল্প হিসেবে চালু হয়। এলাকার লামছি মৌজায় ছয় একর জমির উপর স্থাপিত কেন্দ্রটির উৎপাদন ক্ষমতা এক মেগাওয়াট। কিন্তু ঐ প্রকল্পটি আলোর মুখ দেখেনি। জানা যায়, সোনাগাজী এলাকায় সাগরের দিক থেকে বাতাস প্রবাহিত হয় আর সূর্যের রশ্মির তীব্রতা বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে কিছুটা বেশি। তাই বাৎসরিক সৌরশক্তির পরিমাণও দেশের গড় সৌরশক্তির চেয়ে তুলনামূলক বেশি। প্রকল্প সংশিষ্টরা জানান, প্রাথমিক পর্যায় সোনাগাজীতে এ সৌর বিদ্যুৎ প্রকল্প থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ এবং বায়ু বিদ্যুৎ প্রকল্প থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎসহ মোট ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে এবং জাতীয় গ্রিডে যোগ হবে। বিদ্যুৎ প্রকল্প বাংলাদেশের প্রথম হাইব্রিড প্রকল্প। প্রকল্প এলাকায় প্রথম পর্যায়ে এক হাজার একর ভূমি অধিগ্রহণ কার্যক্রম নেয়া হলেও পর্যায়ক্রমে এর পরিসর ও বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাও বাড়ানো হতে পারে। এ বিদ্যুৎ উৎপাদন প্রকল্পটি সম্পূর্ণই পরিবেশবান্ধব। সংশ্লিষ্টরা জানান, দেশে দিনদিন শিল্প-কারখানা গড়ে ওঠায় প্রতিনিয়ত বিদ্যুৎ সমস্যা দেশের প্রধান সমস্যা হিসেবে দাঁড়িয়েছে। এ বিশাল বিদ্যুৎ উৎপাদন প্রকল্প সফল বাস্তবায়ন হলে আমদানি করা জ্বালানির ওপর ক্রমান্বয়ে বাংলাদেশের নির্ভরশীলতা কমে আসবে ও বিদ্যুৎ উৎপাদন সমস্যার অনেকটা সমাধান হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।