Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

উখিয়ায় ২টি অবৈধ করাতকল ও বিপুল পরিমান কাঠ জব্ধ

উখিয়া উপজেলা সংবাদদাতা। | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২২, ৭:২০ পিএম

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন সজীব'র নেতৃত্বে উপজেলা প্রশাসন ও বনবিভাগের যৌথ অভিযানে ২টি করাত কল ও বিপুল পরিমান অবৈধ কাঠ জব্ধ করে।

শুক্রবার (১৪-অক্টোবর) বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা অভিযানে উখিয়া উপজেলার রত্না পালং ইউনিয়নের টেকপাড়া ও পালং উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব এর নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম, উখিয়া সদর, উয়ালা, থাইংখালী ও ভালুকিয়া বীট কর্মকর্তাবৃন্দ।

অভিযানে অংশগ্রহন করা উখিয়া রেঞ্জ কর্মকর্তা বলেন, অনেক দিন যাবৎ অবৈধভাবে করাতকলে কাঠ চিরাই করে রাষ্ট্রের সম্পদ বিনষ্টকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। তারই অংশ হিসেবে শুক্রবার বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত রত্না পালং স্কুলের আশে পাশ থেকে ইউএনও স্যারের নেতৃত্বে ২ টি অবৈধ করাতকল ও বিপুল পরিমান অবৈধ কাঠ জব্দ করে উখিয়া রেঞ্জে নিয়ে আসা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহন করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাঠ জব্ধ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ