মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দীর্ঘদিন ধরে জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোটদান থেকে বিরত থেকেছে ভারত। বারংবার শান্তির বার্তা দিয়েছে। যুদ্ধ বন্ধে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মোদী বলেছিলেন, ‘এটা যুদ্ধের সময় নয়।’ তবে তা সত্ত্বেও হামলার তীব্রতা বাড়িয়েছে রাশিয়া। এই আবহে এবার ইউক্রেন ইস্যুতে ভারত রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল।–হিন্দুস্তান টাইমস
জানা গেছে, সম্প্রতি ইউক্রেনের চারটি অঞ্চলকে (ডনেৎস্ক, খেরসন, লুহানস্ক এবং জাপোরিজিয়া) রাশিয়া ‘দখল’ করে নেয়। সেখানে গণভোট করিয়ে নিজের দেশের সঙ্গে সেই অঞ্চলগুলি যুক্ত করেন পুতিন। সেই সংযুক্তিকরণের বিষয়টির নিন্দা জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি খসড়া প্রস্তাব পেশ করেছিল আলবেনিয়া। সেই প্রস্তাবের প্রেক্ষিতে গোপন ব্যালটে ভোটাভুটির দাবি জানায় রাশিয়া । তবে রাশিয়ার সেই দাবি প্রত্যাখ্যান করে গোপন ব্যালটের বিরুদ্ধেই ভোট দেয় ভারত।
অবশ্য অস্ট্রেলিয়ায় দাঁড়িয়ে রাশিয়ার সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্কের প্রসঙ্গও তুলে ধরেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তবে তাঁর আরও বক্তব্য, যে ভাবে নিরীহ মানুষের প্রাণ নেওয়া হচ্ছে এবং শহুরে অঞ্চলকে নিশানা করা হচ্ছে, তা বিশ্বের কেউই মেনে নেবে না।
জাতিসংঘের সাধারণ পরিষদের ১৯৩ সদস্যের মধ্যে রাশিয়ার পক্ষে ভোট দেয় মাত্র ১৩টি দেশ। রাশিয়া নিজেও নিজের প্রস্তাবের পক্ষে ভোট দেয়নি। রাশিয়া এবং চিন ভোটদান থেকে বিরত থাকে। পাশাপাশি আরও ৩৭টি দেশ ভোটদানে বিরত ছিল।
এদিকে ১০৭টি দেশ রাশিয়ার বিপক্ষে ভোট দেয়। এর আগে কিয়েভে রাশিয়ার মিসাইল হামলা প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘ভারত অবিলম্বে যুদ্ধ বন্ধ করার পক্ষে। আলোচনার মাধ্যমেই দুই দেশের সমস্যা মেটানো উচিত বলে মনে করে দেশটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।