Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৬ কিমির ভাড়া ৩৩ লাখ টাকা!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২২, ১২:০২ এএম

বন্ধুদের সঙ্গে অনেক দিন দেখা নেই। মোবাইল ফোনেই কথা হয়। কিন্তু সেই জমজমাট আড্ডা আর হয় না। অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকায় হাতে তেমন একটা অবসর সময়ও পাওয়া যায় না। তারপরও কিছুটা সময় বের করে এক ব্যক্তি বন্ধুদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। এরপরই তার মাথায় রীতিমত আকাশ ভেঙে পড়ে।
ইংল্যান্ডের অলিভার কাপলান নামে ওই ব্যক্তি ফোনের মাধ্যমে একটি উবার বুক করেন। তিনি উবারের ক্যাবে চড়ার পর ১৫ মিনিটের মধ্যে ৬ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেন। কিন্তু এইটুকু দূরত্বের জন্য বিলের পরিমাণ দেখে তার মাথায় আকাশ ভেঙে পড়ে। উবার থেকে এই দূরত্ব অতিক্রম করার জন্য ৩৩ লাখ ২২ হাজার টাকা বিল এসেছে।
অলিভারের কথা, ক্যাব বুক করার সময় অ্যাপের মাধ্যমে ১০ থেকে ১১ ইউরো ভাড়া দেখানো হয়। কিন্তু পর দিন সকালে ঘুম থেকে উঠে উবারের পক্ষ থেকে তিনি একটি মেসেজ পান। মেসেজে তাকে বলা হয় যে অপর্যাপ্ত ফান্ড থাকার কারণে তার বিল পেমেন্ট বাকি রয়েছে।
এরপরই তিনি বিলের পরিমাণ খতিয়ে দেখেন। বিল দেখেই চোখ কপালে ওঠে তার। দেখেন ৬ কিলোমিটার দূরত্বের জন্য উবার তার কাছ থেকে ৩৫ হাজার ৪২৭.৯৭ ইউরো চার্জ করেছে। সঙ্গে সঙ্গে উবারের কাস্টোমার কেয়ারে ফোন করেন তিনি। এই মোটা অঙ্কের বিলের পরিমাণের আসল কারণ সম্পর্কে তিনি জানতে চান।
দীর্ঘ তর্কাতর্কির পর অবশেষে তাকে জানানো হয় যে ভুল ড্রপ লোকেশনের কারণেই এই বিপুল পরিমাণ বিল পাঠানো হয়েছে। গাড়িতে ওঠার পর ড্রপ লোকেশন ভুল করে অস্ট্রেলিয়াতে সেট হয়ে যায়। এর ফলেই ঘটেছে এই বিপত্তি। এরপর সেই বিল বাতিল করে তার আসল বিলটি প্রদান করা হয়। এই বিলের পরিমাণ ছিল মাত্র ১০.৭৩ ইউরো।
অলিভার জানান, তার অ্যাকাউন্টে টাকা ছিল না বলেই এই বিলের পরিমাণটি অ্যাকাউন্ট থেকে কাটা সম্ভব হয়নি। কিন্তু যদি সেই পরিমাণ টাকা থাকত? তহালে, প্রবল আর্থিক সঙ্কটের মুখে তাকে পড়তেই হত। সূত্র : দ্য ইন্ডিপেনডেন্ট ইউকে, বিজনেস ইনসাইডার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ