Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বোরখায় মোটা জরিমানার আইন!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২২, ১২:০২ এএম

রাস্তায় নারীরা বোরখা পরে হাঁটলে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। এমন নিয়ম চালু হতে যাচ্ছে ইউরোপের দেশ সুইজারল্যান্ড। নতুন ‘বোরখা বাতিল আইন’ আনতে চলেছে সুইজারল্যান্ড সরকার। প্রস্তাবিত ওই আইনে বলা হয়েছে, মুখ ঢেকে সুইজারল্যান্ডের রাস্তায় বের হলে দিতে হবে ৯০০ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ১ হাজার ৬৫৫ টাকা) জরিমানা।
ইতোমধ্যেই এই আইনের খসড়া পাঠিয়ে দেওয়া হয়েছে সুইজারল্যান্ডের সংসদে। তবে নতুন আইনের খসড়া প্রস্তাবে বেশ কিছু জায়গায় ছাড় দেওয়ার কথাও বলা হয়েছে। সেখানে বলা হয়েছে, ক‚টনৈতিক ক্ষেত্রে, ধর্মীয় স্থানে বা বিমানে পরা যাবে বোরখা।
এর বাইরে স্বাস্থ্য সংক্রান্ত কোনও নিদেশনা জারি হলেও মুখ ঢেকে রাস্তায় বের হওয়া যাবে বলে ওই আইনের খসড়ায় বলা হয়েছে। গত বছর বোরখা পরে রাস্তায় বের হওয়া বন্ধ করতে নির্দেশনা জারি করেছিল সুইজারল্যান্ড প্রশাসন। ওই সময় থেকেই এই ইস্যুতে আইন তৈরির কথা ভাবা হয়েছিল।
ইউরোপের কয়েকটি দেশে ইতোমধ্যেই বোরখা পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। ২০১১ সালে প্রথমবার আইন করে বোরখা নিষিদ্ধ করেছিল ফ্রান্স। পরবর্তীতে ডেনমার্ক, অস্ট্রিয়া, নেদারল্যান্ড এবং বুলগেরিয়াও একই ধরনের আইন পাস করে।
প্রসঙ্গত, সুইজারল্যান্ডের জনসংখ্যার মাত্র ৫ শতাংশই মুসলমান। তাদের অধিকাংশই তুরস্ক, বসনিয়া এবং কোসোভো থেকে এসেছেন বলে দাবি সুইস প্রশাসনের। তবে ইরানের হিজাব আন্দোলনের আবহে নতুন এই আইন পাস করানোর সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন কট্টরপন্থীরা। সূত্র : ডেইলি সাবাহ, আরব নিউজ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ