Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নজর আন্দাজ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২২, ১২:০২ এএম

বলিউড শীর্ষ পাঁচ
১. নজর আন্দাজ। ২. গুডবাই।
৩. হিন্দুত্ব : চ্যাপ্টার ওয়ান- ম্যায় হিন্দু হুঁ।
৪. চাক্কি। ৫. মাজা মা


ড্রামা ফিল্ম। বিক্রান্ত দেশমুখের পরিচালনায় প্রথম ফিল্ম। পঞ্চাশোর্ধ্ব দৃষ্টিহীন ভদ্র বিনয়ী মানুষ সুধীর (কুমুদ মিশ্র), তার নীতি আর বিশ্বাস হল : “জীবন খুব সুন্দর, পার্থক্য হল কে জীবনকে যেভাবে দেখে”। তার হাউসকিপার ভবানীর (দিব্য দত্ত) সঙ্গে থাকে। আলি (অভিষেক ব্যানার্জি) নামে এক চোরের সঙ্গে সুধীরের পরিচয় হলে তাকে সে দয়া পরবশ হয়ে আশ্রয় দেয় কাজও দিয়ে দেয় তার বাড়িতে। একই ছাদের তলায় তিনজন থাকে। সুধীর সবাইকে ভাল মানুষ মনে করে কিন্তু সবাই তো তার মত নয়। প্রায় সবারই ধান্দা থাকে। আর ধান্দাবাজরা খুব সহজে অন্য ধান্দাবাজকে চিনে ফেলে। ঠিক তেমনি ভবানী আলিকে আর আলি ভবানীকে চিনে ফেলে; তারা পরস্পরকে ঈর্ষা করতে শুরু করে। তারা দুজনই আসলে সুধীরের সম্পদ দখল করার আশা করছে। ভবানী আর আলি পরস্পরকে চিনে ফেলেছে, সুধীর কি তাদের চিনতে পারবে? নাকি শেষ পর্যন্ত তাদের পরিকল্পনাই চরিতার্থ হবে?



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নজর আন্দাজ

১৪ অক্টোবর, ২০২২
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ