Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইনডোর স্টেডিয়াম নয়, যেন গুদামঘর!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২২, ৮:১৪ পিএম

পল্টন ময়দান সংলগ্ন শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়াম। যার অবস্থান মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামের ঠিক পাশেই। নামে ইনডোর স্টেডিয়াম হলেও এই স্থাপনা অনেকটাই গুদামঘরের মতো। এই ভেন্যুটি ভাগাভাগি করে নিয়মিত ব্যবহার করে বাংলাদেশ টেবিল টেনিস ও ব্যাডমিন্টন ফেডারেশন। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) গুরুত্বপূর্ণ এই স্থাপনাটিতে অনেকগুলো শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র থাকলেও বেশিরভাগ সময় এগুলো বন্ধ থাকে। ফলে প্রচন্ড গরমের মধ্যেই বছরব্যাপী এই স্টেডিয়ামে আয়োজন হয় টেবিল টেনিস ও ব্যাডমিন্টনের নানা টুর্নামেন্ট বা লিগ। আর এসব আসরে খেলতে গিয়ে গরমে নাভিশ্বাস উঠে খেলোয়াড়দের। এমনই এক দৃশ্য দেখা গেছে বৃহস্পতিবার। এদিন শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে ওয়ালটন ঢাকা মহানগর টেবিল টেনিস (টিটি) লিগের খেলা। ৫১ দলের প্রায় তিন শতাধিক খেলোয়াড় অংশ নিচ্ছেন এই লিগে। সকাল থেকেই টেবিলে খেলছেন জাতীয় দলের তারকা খেলোয়াড় সোনম সুলতানাসহ অন্যান্যরা। তাদের সারা শরীর ঘামে ভেজা। এ অবস্থাতেই খেলোয়াড়রা ডান হাতে চালাচ্ছেন টেবিল টেনিসের ব্যাট আর বাঁ হাতে মুখের ঘাম মুছছেন।

শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ না থাকায় খেলোয়াড়রা স্বাভাবিক পারফরম্যান্স করতে পারছেন না। কিছুক্ষণ খেলেই ঘেমে যাচ্ছেন। আবার অনেকে ওয়ার্ম আপেই ক্লান্ত হয়ে গেছেন। উদ্ভূত পরিস্থিতিতে টিটি ফেডারেশন কয়েকটি ফ্যানের ব্যবস্থা করলেও সেগুলো শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের বিকল্প হিসেবে যথেষ্ট নয়। শুধু খেলোয়াড়রাই নন, এখানে উপস্থিত সবারই একই অবস্থা। সবাই ঘেমে-নেয়ে একাকার। কারণ বিদ্যুৎ থাকলেও শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র যে বন্ধ! তাই অসহনীয় গরমে হাঁসফাঁস অবস্থা সবার। এ ব্যাপারে জানতে এনএসসির সচিব পরিমল সিংহ’র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র কাজ না করার কোন কারণ নেই। হয়তো যন্ত্রগুলো কেউ চালু করেননি। সঠিক বিষয়টি আমাকে জানতে হবে।’

এর আগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মাজহারুল হক প্রধান অতিথি হিসেবে ঢাকা মহানগর টেবিল টেনিস লিগের উদ্বোধন করেন। এ সময় টেবিল টেনিস ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি খোন্দকার হাসান মুনীর, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গির আলম, ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন ও লিগ কমিটির চেয়ারম্যান সাইদুল হক সাদী উপস্থিত ছিলেন। এবারের ঢাকা মহানগর টেবিল টেনিস লিগের প্রিমিয়ার, মহিলা ও প্রথম বিভাগের খেলা হচ্ছে। প্রিমিয়ার বিভাগের ১০টি, মহিলা বিভাগের ৯টি ও প্রথম বিভাগের ৩২টি দল অংশ নিচ্ছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ