Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উড্ডয়নের পর চাকা খুলে পড়ে গেল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২২, ১২:০২ এএম

উড্ডয়নের পর কার্গো প্লেনের একটি চাকা খুলে ভ‚মিতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে ইতালির দক্ষিণাঞ্চলের তারান্তো থেকে প্লেনটি যাত্রা শুরু করে। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, বোয়িং ৭৪৭-৪০০ মডেলের একটি কার্গো প্লেন রানওয়ে থেকে উড্ডয়ন হচ্ছে। প্লেনটি একটু ওপরে উঠতেই কালো ধোঁয়া ছাড়াতে দেখা যায়। একই সময়ে এটি থেকে একটি চাকা খুলে মাটিতে পড়ে ছিটকে যায়। প্রতিবেদনে বলা হয়, চাকা খুলে গেলেও অ্যাটলাস এয়ার ওয়ালর্ডওয়াইড হোল্ডিংসের পরিচালিত প্লেনটি যাত্রা বন্ধ করেনি। ১১ ঘণ্টার যাত্রা শেষে প্লেনটি নিরাপদে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনায় অবতরণ করে। তবে কী কারণে উড্ডয়নের পর চাকা খুলে গেলো তা এখনো স্পষ্ট নয়। বোয়িংয়ের একজন মুখপাত্র জানিয়েছে, অ্যাটলাসের তদন্তে সহায়তা করবে কোম্পানি। যদিও এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি অ্যাটলাস কর্তৃপক্ষ। জানা গেছে, কার্গো প্লেনটি ৭৪৭-৪০০ মডেলের নতুন সংস্করণ। মূলত বোয়িংয়ের যন্ত্রাংশ পরিবহনের ক্ষেত্রে ব্যবহৃত হয় প্লেনটি। এটি এখনো বিশ্বের বৃহত্তম বিশেষ কার্গো প্লেনগুলোর মধ্যে একটি। বøুমবার্গ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ