Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চোখ থেকে বের হলো ২৩টি কন্টাক্ট লেন্স

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২২, ১২:০২ এএম

ক্যালিফোর্নিয়ার একজন চক্ষু বিশেষজ্ঞ স¤প্রতি একজন রোগীর চোখ থেকে ২৩টি কন্টাক্ট লেন্স বের করার একটি ভিডিও পোস্ট করেছেন ইন্টারনেটে। ভিডিওটি সবাইকে চমকে দিয়েছে। ভিডিওটির ভিউ হয়েছে ২৩ মিলিয়ন। মজার বিষয় হলো চোখে কন্টাক্ট লেন্স পরার পর ভুলে যেতেন এই নারী। খুবই অবাক করা বিষয় হলেও আসলে কী ঘটেছিল? ক্যালিফোর্নিয়ার নিউপোর্ট বিচের একজন চোখের ডাক্তার ক্যাটেরিনা কুর্টিভা। গত মাসে নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায় অতি যতœ সহকারে রোগীর চোখ থেকে একের পর এক কন্টাক্ট লেন্স অপসারণ করছেন তিনি। একে একে ২৩টি লেন্স বের করেছেন বলে তার দাবি। শুধু কয়েক দিন নয়। কয়েক মাস বা এক বছর ধরে তিনি চোখে কন্টাক্ট লেন্স পরেছেন কিন্তু ভুলে গেছেন। একের পর এক পরেও গেছেন। কান্টিড  ঘটিয়েছেন একজন বয়স্ক নারী। ভিডিওটি দেখে সবাই খুব অবাক হয়ে মন্তব্য করেছেন, ‘কিভাবে একজন মানুষ কন্টাক্ট লেন্স পরে ভুলে যেতে পারে?’ ভিডিওর শিরোনামে লেখা ছিল ‘কন্টাক্ট লেন্স পরে ঘুমিয়ে পড়বেন না’। দ্য সান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ