Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জোড়া ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়লো উ.কোরিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২২, ১২:০২ এএম

একই দিনে জোড়া ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। বুধবারের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ২ হাজার কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছানার কথা বৃহস্পতিবার সকালে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। কেসিএনএ জানায়, কৌশলগত পারমাণবিক অস্ত্র পরিচালনার জন্য কোরিয়ান পিপলস আর্মিতে মোতায়েন ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো যুদ্ধের দক্ষতা ও শক্তি বৃদ্ধির লক্ষ্যে পরীক্ষা চালানো হয়েছে। চলতি বছর এ পর্যন্ত রেকর্ড ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে কিম জং উনের দেশটি। এতে কোরীয় উপদ্বীপে উত্তেজনা ক্রমেই বাড়ছে। সবশেষ দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দুই হাজার দূর পর্যন্ত পৌঁছালেও কোথায় গিয়ে পড়েছে তা জানায়নি পিয়ংইয়ং। এ নিয়ে উ. কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম বলেন, এ পরীক্ষাটি ‘শত্রæদের’ জন্য আরেকটি সুস্পষ্ট সতর্কবার্তা। যে কোনও গুরুত্বপূর্ণ সামরিক সংকট ও যুদ্ধ সংকটকে দৃঢ়ভাবে প্রতিহত করতে পারমাণবিক কৌশলগত পরীক্ষা চালাতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে হবে। মার্কিন ও দক্ষিণ কোরীয় গোয়েন্দা কর্মকর্তারা ইঙ্গিত দিয়ে আসছেন, ২০১৭ সালের পর প্রথমবার একটি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে পারে পিয়ংইয়ং। বিশেষজ্ঞরা মনে করেন, দেশটি প্রথমে ছোট আকারের একটি ট্যাকটিক্যাল অস্ত্রের বিস্ফোরণ ঘটাতে পারে। যা দেশটির পরীক্ষা করা ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। যে কোনও ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোয় উ.কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্বেও অব্যাহত রেখেছে দেশটির সরকার। এ নিয়ে বার বার উদ্বেগ জানিয়ে আসছে প্রতিবেশি দেশ জাপান, দক্ষিণ কোরিয়া। কেসিএনএ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ