Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

শিশু মৃত্যুর পর উৎপাদন স্থগিত ভারতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২২, ১২:০২ এএম

আফ্রিকার দেশ গাম্বিয়ায় শিশুদের মৃত্যুর সঙ্গে সম্পর্কিত কফ সিরাপের উৎপাদন বন্ধ রাখার জন্য ভারতীয় স্বাস্থ্য কর্মকর্তারা উৎপাদনকারী প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছেন। উৎপাদনকারী প্রতিষ্ঠান মেইডেন ফার্মাসিউটিক্যালস ‘উৎপাদন ও পরীক্ষামূলক কার্যক্রমজুড়ে’ নিয়ম ভেঙ্গেছে বলে ভারতীয় নিয়ন্ত্রক কর্তৃপক্ষ প্রমাণ পেয়েছে। প্রায় ৭০ শিশুর মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিøউএইচও) এই কোম্পানিটির তৈরি করা চারটি কফ সিরাপের ওপর বৈশ্বিক সতর্কতা জারি করে। বিষয়টি নিয়ে এখন ভারত ও গাম্বিয়ায় তদন্ত চলছে বলে জানিয়েছে বিবিসি। ভারতীয় নিয়ন্ত্রক কর্তৃপক্ষ জানিয়েছে, অনেকগুলো নিরাপত্তা বিধি ভঙ্গ করেছে এমন প্রমাণ পাওয়ার পর তারা নয়া দিল্লিভিত্তিক প্রতিষ্ঠানটির সব উৎপাদন কার্যক্রম স্থগিত করেছে। এ বিষয়ে মন্তব্যের জন্য বিবিসির অনুরোধে মেইডেন ফার্মাসিউটিক্যালস তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। গত সপ্তাহে ওষুধ কোম্পানিটি বলেছিল, “গণমাধ্যমে গাম্বিয়ায় শিশু মৃত্যুর খবর পেয়ে তারা হতবাক হয়েছে এবং এ ঘটনায় গভীরভাবে মর্মাহত হয়েছে।” গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মেইডেনের চারটি ব্র্যান্ডের কফ সিরাপ নিয়ে বৈশ্বিক সতর্কতা জারি করে বলেছে, সেগুলোর সঙ্গে কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার এবং জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে শিশুদের মৃত্যুর সঙ্গে সম্পর্ক থাকতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও সতর্ক করে বলেছে, এই পণ্যগুলো গাম্বিয়া ছাড়াও ‘অন্য দেশ ও অঞ্চলে অনানুষ্ঠানিক বাজারের মাধ্যমে বিতরণ করা হতে পারে’। ভারতের মেইডেন ফার্মাসিউটিকেলের বানানো কফ সিরাপ চারটি হল: প্রোমেথাজাইন ওরাল সল্যুশন, কোফেক্সমালিন বেবি কফ সিরাপ, ম্যাকফ বেবি কফ সিরাপ ও ম্যাগ্রিপ এন কোল্ড সিরাপ। গাম্বিয়ার পুলিশ শিশুদের মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখছে আর গাম্বিয়া এ ঘটনার বিচার দাবি করেছে। বিবিসি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ