Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২২, ১২:০২ এএম

আত্মহত্যার হুমকিতে
কুয়েতের সালমিয়ার একটি বিল্ডিংয়ের ২৫ তলা ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করার হুমকি দেওয়া ১৩ তুর্কি কর্মীকে বিতাড়িত করার প্রক্রিয়া শুরু করেছে সরকার। কয়েক মাস ধরে তাদের বেতন না দেওয়ার কারণে তারা আত্মহত্যা করবে বলে হুমকি দেয়। প্রতিবেদনে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, এই শ্রমিকরা পর্যটন ভিসায় তুরস্ক থেকে কুয়েত প্রবেশ করেছিল এবং এখানে কাজ শুরু করে, যা তাদের প্রবেশের উদ্দেশ্য নয়। যে কোম্পানি তাদের নিয়োগ করেছে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। আরব নিউজ।


ক্ষোভের মুখে
ইনকিলাব ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য। তাকে নিয়ে পরিচালক ভেঙ্কট প্রভু নতুন একটি সিনেমার শুটিং শুরু করেছেন। কর্নাটকে সিনেমাটির দৃশ্যধারণের কাজ চলছিল। কিন্তু স্থানীয় জনতার ক্ষোভের মুখে সিনেমাটির শুটিং বন্ধ করে দিয়েছে প্রশাসন। এক প্রতিবেদনে জানিয়েছে, মেলকোটের কাছে সিনেমাটির শুটিংয়ের জন্য সেট তৈরি করেছেন নির্মাতারা। সেটটি রাজাগোপুরাম মন্দিরের মতো দেখতে; আর সেখানে বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল সাজিয়ে রেখে শুটিং করছিলেন। এসব দেখে স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে উঠেন। কন্নড় কমিউনিটি শুটিং টিমের কড়া সমালোচনা করেন। এরপর সিনেমাটির শুটিং বন্ধ রাখার নির্দেশ দেয় প্রশাসন। টলিউড ডটনেট।


মাঙ্কিপক্স সংক্রমণ
ইনকিলাব ডেস্ক : বিশ্বে মাঙ্কিপক্সে সংক্রমণ ৭০ হাজার ছাড়িয়েছে। বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিøউএইচও) এ তথ্য জানিয়েছে। ডবিøউএইচও জানায়, বিশ্বের অনেক দেশেই মাঙ্কিপক্সে নতুন আক্রান্ত কমে এলেও সতর্ক থাকতে হবে। আমেরিকা মহাদেশের বেশ কয়েকটি দেশে গত সপ্তাহে মাঙ্কিপক্সে সংক্রমণ বেড়েছে। ডবিøউএইচও’র মহাপরিচালক ড. টেড্রোস আডানম গেব্রিয়াসিস বলেন, এ বছর মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে। মারা গেছেন ২৬ জন। ভয়েস অব আমেরিকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ