Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিখোঁজ তরুণদের দ্রুত সন্ধান মিলবে -স্বরাষ্ট্রমন্ত্রী

| প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : নিখোঁজ তরুণদের দ্রুত সন্ধান মিলবে বলে আশা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। গুলশান ইয়ুথ ক্লাবে আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তরের বর্ধিত সভায় তিনি এ আশা ব্যক্ত করেন।
এসময় তিনি আরো বলেন, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ সারাদেশের মোট ১০ শিক্ষার্থী নিখোঁজের ঘটনাকে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। তবে তারা জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ত কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সদর দপ্তর কয়েক দিন আগেই ‘নিখোঁজ’ ৭৭ তরুণের একটি তালিকা করেছে। ৭৭ জনের মধ্যে ১০ জনের পাসপোর্ট নম্বরও সংগ্রহ করেছে পুলিশ।
প্রায় একই সময়ে র‌্যাবের তৈরি করা আরেকটি তালিকায় দেখা যাচ্ছে, ‘নিখোঁজ’ তরুণ-তরুণীর সংখ্যা ১৮৭। এদের মধ্যে বেশির ভাগই স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে তাদের খোঁজ মিলছে না। এরই মধ্যে ৫০ জনের মতো চলে গেছে দেশের বাইরে। এসব তথ্যসহ তালিকাটি পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরে। র‌্যাব ও পুলিশের আশঙ্কা, ‘নিখোঁজ’ তরুণ-তরুণীরা জঙ্গি তৎপরতায় জড়িয়ে পড়েছে।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গুলশান ও কিশোরগঞ্জে হামলাকারীদের পরিচয় পাওয়ার পর আমরা আঁৎকে উঠছি। সচ্ছল পরিবারের সন্তানরা এসব কর্মকা-ে জড়িয়ে পড়ছে, ভাবতেও কষ্ট লাগছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জোরালো মনিটরিং করা হচ্ছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানগুলোকে মৌখিকভাবে নির্দেশনা দেয়া হয়েছে। যেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থী নিখোঁজ আছে তাদের তালিকা করার কাজ শুরু হয়েছে। সমন্বয় করে তালিকা করতে বলা হয়েছে। তালিকার কাজ শেষের দিকে আছে।
মহানগর আওয়ামী লীগের উত্তরের বর্ধিত সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ষড়যন্ত্রকারীরা বসে নেই। আমাদের প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র এখনো চলছে। এর আগের ১৯ বারের সঙ্গে আরো একবার যোগ হলো ২০ বার তাকে হত্যার চেষ্টা করা হলো।
তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে নেই। বাংলাদেশের উন্নয়ন হোক দেশ এগিয়ে যাক। সেটা তারা চায় না। তারা মনে করছে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তা বন্ধ করতে হলে আমাদের প্রধানমন্ত্রীকে স্তব্ধ করতে হবে। সে কারণেই তারা এ ধরনের ষড়যন্ত্রমূলক কাজ করছে।
এসময় আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি এ কে এম রহমতুল্লাহ এবং সাধারণ সম্পাদক সাদেক খানসহ নগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বরাষ্ট্রমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ