Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিশানায় আমেরিকা! জোড়া পরমাণু মিসাইল উৎক্ষেপণ করল কিমের কোরিয়া

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২২, ৪:১৪ পিএম

গোপনে পরমাণু পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। সম্প্রতি এমনটাই আশঙ্কা প্রকাশ করেছিল আমেরিকা। সেই আশঙ্কা আরও বাড়িয়ে এবার পরমাণু অস্ত্র বহনে সক্ষম দু’টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল কিমের দেশ। বৃহস্পতিবার এই খবর প্রকাশ করেছে দেশটির সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম।

এদিন ‘কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি’ (কেসিএনএ) জানিয়েছে, দু’টি দূরপাল্লার স্ট্র্যাটেজিক ক্রুজ মিসাইল উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়ার সেনাবাহিনী। এই গোটা অপারেশন নিজের দাঁড়িয়ে থেকে দেখেছেন প্রেসিডেন্ট কিম জং উন। সমুদ্রের উপর দিয়ে ২,০০০ কিলোমিটার আকাশপথ পাড়ি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র দু’টি। ‘ট্যাকটিকাল নিউক’ বা কৌশলগত আণবিক অস্ত্র প্রয়োগ করে যুদ্ধের ক্ষমতা আরও বৃদ্ধি করতে এই পরীক্ষা চালানো হয়েছে। সংবাদ সংস্থাটি আরও জানায়, মিসাইল পরীক্ষার ফলাফল নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট কিম। গত কয়েকদিন ধরেই দেশে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মহড়া পরিদরসহনে রয়েছেন কিম। গত সোমবার এমনই একটি মিসাইল টেস্ট রেঞ্জে দাঁড়িয়ে থাকা কিমের ছবি প্রকাশ করে সরকারি সংবাদমাধ্যম।

উল্লেখ্য, চলতি মাসের গোড়ায় জাপানের ভূখণ্ডের উপর দিয়ে একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। উত্তর-পূর্ব জাপান অতিক্রম করে ক্ষেপণাস্ত্রটি প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ে। উত্তর কোরিয়ার ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ‘জবাবে’ জাপান সাগরে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আমেরিকা এবং তাদের মিত্র দেশ দক্ষিণ কোরিয়া। তারপর থেকেই কোরীয় উপদ্বীপে উত্তেজনার পারদ ক্রমে চড়ছে।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা বলেন, “উত্তর কোরিয়ায় গোপনে পরমাণু পরীক্ষার প্রস্তুতি চলছে। তবে দেশটির অন্দরে আমাদের নজরদারি এখনও তেমন জোরাল নয়। তাই বিশদে সমস্ত তথ্য এখনও আমরা হাতে পাইনি।” তাৎপর্যপূর্ণ ভাবে, অক্টোবরের ১৬ তারিখ থেকে শুরু হচ্ছে চীনা কমিউনিস্ট পার্টির ২০তম কংগ্রেস। বিশ্লেষকদের মতে, এবারের দলীয় অধিবেশনে সেনা ও কমিউনিস্ট পার্টির উপর নিজের রাশ আরও মজবুত করতে চলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আজীবন প্রেসিডেন্ট পদে থাকার পাকাপোক্ত ব্যবস্থাও করতে চলেছেন তিনি। আর সেই সুযোগেই ফের পরমাণু বোমা পরীক্ষা করতে পারে পিয়ংইয়ং। সূত্র: রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ