Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘মুসলিমদের থেকে মেহেদি নয়’, হিন্দু তরুণীদের ‘সতর্কবার্তা’ হিন্দু মহাসভার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২২, ৩:৫৭ পিএম

বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে হিন্দুদের করবা চৌথ অনুষ্ঠান। চলবে শুক্রবার পর্যন্ত। তার আগেই উত্তরপ্রদেশের মুজফফরনগর এলাকায় হিন্দু মহাসভা হুমকি দিল, মুসলিম মেহেদি শিল্পীরা হিন্দু মেয়েদের হাতে যেন মেহেদি না লাগান। শুধু তাই নয়, রীতিমতো মেহেদির দোকান খুলে সেখানে হিন্দু শিল্পীদের নিযুক্ত করার পদক্ষেপও করেছে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনটি।

বিজেপি বিধায়ক বিক্রম সাইনির দাবি, তরুণ মুসলিম মেহেদি শিল্পীরা দোকান খোলেন অন্য ‘উদ্দেশ্যে’। আসলে লাভ জেহাদের লক্ষ্যেই তারা এই ব্যবসায় আসেন। তার কথায়, ‘মেহেদির আড়ালে ওরা লাভ জেহাদ করেন। এরকম অনেক উদাহরণ রয়েছে। হিন্দু মহিলাদের আমার অনুরোধ, ঘরে হোক বা বিউটি পার্লারে, নিজের সম্প্রদায়ের শিল্পীদেরই সহায়তা নিতে।’

ইতিমধ্যেই বিশ্ব হিন্দু পরিষদ ১৩টি মেহেদির দোকান খুলে ফেলেছে এলাকায়। পাশাপাশি সদস্যদের নির্দেশ দিয়েছে, ওই দোকানগুলিতে কোনও ভাবেই যেন কোনও মুসলিম কর্মী কাজ না পান। আর সেজন্য সকলের আধার কার্ড খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে পরিষদ। স্বাভাবিক ভাবেই এমন ঘটনায় বিতর্ক সৃষ্টি হয়েছে।

যদিও হিন্দু মহাসভার আরেক সদস্য লোকেশ সাইনির দাবি, এই পদক্ষেপের পিছনে উদ্দেশ্য একটাই। লাভ জেহাদের ফাঁদে যাতে কেউ পা না দেন, তা নিশ্চিত করতেই তারা এমন পদক্ষেপ করছেন। তার মতে, যারা করবা চৌথের গুরুত্ব বোঝেন তাদের কাছেই গিয়ে মেহেদি করানো উচিত হিন্দু মহিলাদের।

এর আগে ২০২১ সালেও এই ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছিল মুজফফরনগরে। সেবার এক হিন্দু তরুণীকে মুসলিম শিল্পীর মেহেদি পরানো নিয়ে প্রতিবাদ করায় এফআইআর দায়ের করা হয়েছিল একদল যুবকের বিরুদ্ধে। সূত্র: টাইমস নাউ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ