Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাবর-রিজওয়ানের কাছ থেকে কী ছবক নিলেন লিটন দাস?

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২২, ৩:৩২ পিএম | আপডেট : ৪:৩৫ পিএম, ১৩ অক্টোবর, ২০২২

পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরে ত্রিদেশীয় সিরিজের যাত্রা শেষ বাংলাদেশের। বৃহস্পতিবার শেষ ম্যাচে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন লিটন দাস ও সাকিব আল হাসান। ক্রাইস্টচার্চে ম্যাচ শেষে দেখা গিয়েছে দুই দলের তারকা ক্রিকেটার লিটন দাস,বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান কথা বলেছেন অনেকটা সময়!


মাঠের এক কোণে উর্দুতে বাবর আজম পরামর্শ দিলেন লিটনকে। বলছেন বাইরের কারো কথায় কান না দিতে। পাক এই অধিনায়ক বলছিলেন, বাইরের কথা যদি কানে কম নেওয়া যায় তাহলে নিজের আত্মবিশ্বাস বা লক্ষ্য ঠিক থাকে।


পাকিস্তান অধিনায়ক বলেন, ‘যত কম শুনবেন আত্মবিশ্বাস ততটাই স্থির থাকবে। না চাইতেও আপনার মাঝে দ্বিধা চলে আসেই, আপনি ভালো করতে থাকলেও। কেউ একজন কোন কথা বলে দিল, সেটা শুনলে সমস্যা।’

বাবরের পর পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার রিজওয়ানও কথা বলেন লিটনের সঙ্গে। জানান, ড্রেসিংরুমে নিজের অবস্থান পরিস্কার করতে। উদাহরণ হিসেবে এই পাকিস্তানি উইকেটকিপার দেখিয়েছেন সাকিব আল হাসানকে।

রিজওয়ান বলেন, ‘রিস্টার্ট বাটন চাপো, সব শেষ হবে তাতে। খেলায় ০ হবে, ১০ হবে, সেঞ্চুরি হবে। ড্রেসিরুমে যদি নিজেকে ভিন্ন বানাতে পারো তাহলে পরিস্থিতি ভিন্ন হবে। তখন সেখানে অনেকে এমন হবে যারা সাকিবের মত মানসিকভাবে শক্ত।’


আলাপ-আলোচনার এক পর্যায়ে লিটন রিজওয়ানের কাছে জিজ্ঞাসা করে বসেন খারাপ সময়ে সঠিকভাবে মানসিকচাপ ঠিক রাখার উপায় কি?

লিটনের সে প্রশ্নের উত্তরে রিজওয়ান বলেন, ‘মানসিকভাবে নিজেকে এক জিনিসের জন্য তৈরি করে ফেল। ক্যারিয়ারে এমন ১০ ইনিংস যাবে যেখানে আমি সব করে ফেলতে পারব, আবার এমন ১০ ইনিংস যাবে যেখানে কিছু করতে পারব না। যে বড় প্লেয়ার হবে সে এই ২০ ইনিংসে ৪ বার ফ্লপ হবে, ১৬ বার জিতবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ