Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে সেনাপ্রধানের বিরুদ্ধে টুইট করায় ইমরান খানের সিনেটরকে গ্রেফতার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২২, ৩:০৯ পিএম

পাকিস্তানের সেনাপ্রধানসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে 'আপত্তিকর ও ভীতিকর' টুইট করার অভিযোগে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সিনেটর আজম খান স্বাতীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল করা একটি এফআইএর ভিত্তিতে বৃহস্পতিবার সকালে দেশটির পুলিশ তাকে গ্রেপ্তার করে।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তার ছেলে পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী হামজা শেহবাজ ও সেনাপ্রধানের নামে করা ওই টুইটে তাদের মানি লন্ডারিংয়ের অভিযোগে অভিযুক্ত করেন আজম স্বাতী। এদিকে গতকালই মানি লন্ডারিং মামলায় বেকসুর খালাস পেয়েছেন অভিযুক্তরা।
আজম স্বাতী তার টুইটে লিখেন, 'মি. বাজওয়া, আপনাকে এবং আপনার সঙ্গের কয়েকজনকে অভিনন্দন। আপনার পরিকল্পনা সত্যিই কাজ করছে এবং এই দেশ সমস্ত অপরাধীকে বিনামূল্যে পাচ্ছে। এই অপরাধীদের মুক্ত করে আপনি দুর্নীতিকে বৈধতা দিয়েছেন। আপনি কীভাবে এই দেশের ভবিষ্যৎ নিয়ে আশা প্রকাশ করেন?'
পিটিআই নেতা আজম স্বাতী বৃহস্পতিবার সকালে আদালতের বাইরে সাংবাদিকদের বলেন, কোনো আইন ভঙ্গ, সংবিধান বা মৌলিক অধিকার লঙ্ঘনের জন্য আমাকে গ্রেপ্তার করা হয়নি। বরং বাজওয়ার নাম নেওয়ায় আমাকে গ্রেপ্তার করা হয়েছে। এটি পুরোপুরি বেআইনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ