গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ২টি চোরাই মাইক্রোবাস উদ্ধারসহ গাড়ি চোরচক্রের ২ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। র্যাব জানায়, তারা গাড়ির মালিকের কাছ থেকে ভাড়ায় চালানোর চুক্তি করে গাড়ি নিয়ে মালিকের সাথে সব ধরণের যোগাযোগ বন্ধ করে দেয়। এরপর আসামীরা মালিকের স্বাক্ষর জাল করে কম মূল্যে গাড়ি বিক্রি করে দেয়।
বুধবার তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার চোর চক্রের সদস্যরা হলো- মো. আনোয়ার হোসেন (৪২) ও মো. আবুল কালাম(৪৭)।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
র্যাব-৩ এর অধিনায়ক জানান, গ্রেপ্তার আসামীদের কাছ থেকে ২ টি মাইক্রোবাস, ০
১ টি মোবাইলফোন, ২ টি সীমকার্ড, ২ টি এনআইডি কার্ড, ১ টি ভিসাকার্ড, ১ টি মানিব্যাগ এবং নগদ ৩ হাজাত ৮৯৪ টাকা উদ্ধার করা হয়েছে।
লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গ্রেপ্তার আসামীরা তাদের অপরাধের বিষয়টি স্বীকার করেছে। তারা গাড়ির মালিকের কাছ থেকে ভাড়ায় চালানোর চুক্তি করে গাড়ি নেয়। পরবর্তীতে আসামীরা গাড়ির মালিকের সাথে সব ধরণের যোগাযোগ বন্ধ করে দেয়। এরপর আসামীরা মালিকের স্বাক্ষর জাল করে কম মূল্যে গাড়ি বিক্রি করে দেয়। এসব চোরচক্রের বিরুদ্ধে র্যাব-৩ এর অভিযান অব্যাহত থাকবে।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানা র্যাবের এই কর্মকর্তা।
2 Attached Images
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।