Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিয়ম রক্ষার ম্যাচে পাকিস্তানকে ১৭৪ রানের টার্গেট দিল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২২, ৯:৫২ এএম

ত্রিদেশীয় সিরিজে টানা তিন ম্যাচ হেরে ফাইনালে যাওয়ার সম্ভাবনা আগেই শেষ হয়েছে বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচটা তাই নিয়ম রক্ষার ম্যাচ।

টস জিতে ব্যাট করতে নেমে অধিনায়ক সাকিব আল হাসান ও লিটন দাসের ঝড়ো হাফসেঞ্চুরিতে পাকিস্তানকে ১৭৪ রানের টার্গেট দিল টাইগাররা।

ব্যাটিংয়ে নেমে লিটন-সাকিবের অসাধারণ ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৩ রান তোলে বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষেও নিয়ম রক্ষার ম্যাচে সাকিব আল হাসান ও লিটন কুমার ছাড়া দলের সবাই ব্যর্থ হয়েছে। লিটন ওয়ানডাউনে ব্যাটিংয়ে নেমে লিটন ৩১ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। এরপর সাকিব আল হাসান ৩৪ বলে টানা দ্বিতীয় ম্যাচে হাফসেঞ্চুরি তুলে নেন।

এদিন ওপেনিংয়ে ব্যাট করতে নেমে সৌম্য ৪ বলে ৪ রান করে শুরুতে বিদায় নেন। এরপর ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে শান্ত ১৫ বলে ১২ রানে বিদায় নেন। ৪১ রানে দুই ওপেনারের বিদায়ের পর লিটন ও সাকিব দলকে এগিয়ে নেন। দারুণ ইনিংস উপহার দিয়ে লিটন ব্যক্তিগত ৬৯ রানে আউট হয়ে ফেরেন। ৪২ বলে তার ইনিংসে ৬টি বাউন্ডারি ও দুটি ছক্কা রয়েছে।

এরপর সাকিব দলীয় ১৬৭ রানের মাথায় ব্যাক্তিগত ৬৮ রান করে ফেরেন। ৪২ বলে তার ইনিংসে ৭টি বাউন্ডারি ও তিনটি ছক্কা রয়েছে। আফিফ,ইয়াসির আজও ব্যর্থ। সোহান ২ ও সাইফউদ্দিন ১ রান করে অপরাজিত থাকেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ