বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাগুরার মহম্মদপুর উপজেলার বেথুলিয়া গ্রামে শিশু হীরা হত্যাকাণ্ডের ৬ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন সহ আসামি গ্রেফতার সক্ষম হয়েছে মাগুরা জেলা পুলিশের সহায়তায় মহম্মদপুর থানা পুলিশ।
পূর্ব শত্রুতার জের ধরে ও অপমানের বদলা নিতে হীরা'র আপন চাচাতো বোন মুন্নি খাতুন (১৩) হীরাকে প্রথমে কাঠ দিয়ে মেরে পরবর্তীতে ব্লেড দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে হত্যা করে।
হত্যাকান্ডের পরপরই মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ কলিমুল্লাহ ও পরবর্তীতে মাগুরার সহকারী পুলিশ সুপার (শালিখা-মহম্মদপুর সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেন। তাদের দিক নির্দেশনায় হত্যাকান্ডের রহস্য উদঘাটনে মহম্মদপুর থানা পুলিশ ও মাগুরা জেলা গোয়েন্দা পুলিশ ব্যাপক তৎপরতা অব্যাহত রেখে মাত্র ৬ ঘন্টার মধ্যে হত্যা রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি পরবর্তীতে মাগুরা জেলা জজ আদালতে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। নিহত হীরার চাচাত বোন মুন্নি হত্যাকান্ডের কারণ এবং হত্যা তার দ্বারা সংঘঠিত হয়েছে বলে স্বীকার করে। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ সুপারের পরামর্শে হত্যারহস্য উদঘাটনে জরুরী পদক্ষেপ গ্রহন করে রহস্য উদঘাটন এবং আসামী গ্রেফতার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।