Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাটকাসহ আটক ২ জেলের কারাদন্ড

প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

শরীয়তপুর জেলা সংবাদদাতা : শরীয়তপুরের ভেদরগঞ্জে ১০ মণ জাটকাসহ ২ জনকে আটক করা হয়েছে। আটককৃত দুই জনকে ১বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রম্যমাণ আদালত। গতকাল বুধবার সকালে ভেদরগঞ্জ থানা পুলিশ শরীয়তপুর-চাঁদপুর সড়কের গৈড্যা মাঝি বাড়ির সামনে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৬ ড্রাম ভর্তি প্রায় ১০ মণ জাটকা জব্দ করে। জাটকা ইলিশ পরিবহনের সাথে জড়িত থাকায় চরসেনসান ইউনিয়নের নরসিংহপুর গ্রামের মোক্তার দিদার ও চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের দেলোয়ার হোসেন গাজীকে আটক করা হয়। পরে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সোহেল আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোক্তার ও দেলোয়ারকে এক বছর করে সশ্রম কারাদ- প্রদান করেন। জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানাগুলোতে বিলিয়ে দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাটকাসহ আটক ২ জেলের কারাদন্ড

১৮ ফেব্রুয়ারি, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ