Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩ পরিবর্তন নিয়ে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠাল টাইগাররা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২২, ৭:৪৫ এএম | আপডেট : ৭:৫৩ এএম, ১২ অক্টোবর, ২০২২

ত্রিদেশীয় সিরিজে টিকে থাকতে অবশ্যই নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে হবে বাংলাদেশকে। জিতলে কিছুটা হলেও টিকে থাকবে ফাইনাল খেলার আশা।

 

এমন সমীকরণ সামনে রেখে ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ আজ মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ডের।

 

সেই ম্যাচে অধিনায়ক সাকিব আল হাসান জিতেছেন টসে। নিউজিল্যান্ডকে জানিয়েছেন ব্যাট করার আমন্ত্রণ। ম্যাচটি শুরু বাংলাদেশ সময় সকাল ৮টায়।

ত্রিদেশীয় সিরিজে টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশ একাদশে ৩ পরিবর্তন। নিউজিল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচের একাদশ থেকে ৩ তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। দলে ফিরেছেন সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, ইবাদত হোসেন।

তাদেরকে জায়গা করে দিতে বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি চৌধুরি, মোহাম্মদ সাইফউদ্দিন, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ