Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পড়তে পড়তে বুড়ো হয়ে যাব!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

পড়াশোনার প্রতি শিশু-কিশোরদের ‘অ্যালার্জি’ থাকে। অনেকে আবার ঘণ্টার পর ঘণ্টা বই নিয়ে পড়ায় ব্যস্ত থাকতে ভালোবাসে। বাড়ির কোনো কোনো শিশুকে অনেক সময় পড়ার কথা বলতে হয়! আবার কেউ কেউ সময়মতোই নিজের পড়াটা করে নেয়। প্রতিটি পরিবারে এই দু’ধরণের দৃশ্য খুবই স্বাভাবিক।

সম্প্রতি এক শিশুর পড়াশোনা নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিও দেখে অনেকেই নিজের ফেলেঅ আসা জীবনের সঙ্গে তুলনা টেনেছেন। ভিডিও’তে দেখা যাচ্ছে, এক শিশুকে পড়াতে বসেছেন তার মা। হঠাৎ করেই সে কাঁদতে কাঁদতে বলে ওঠে, ‘সারাজীবন পড়াশোনা করতে করতে বুড়ো হয়ে যাব’।
ছেলের সেই মন্তব্য মোবাইলে রেকর্ড করছিলেন মহিলা। শিশুটি আবার একই কথা তার মাকে বলে, ‘এতো পড়াশোনা করতে করতে আমি তো বুড়ো হয়ে যাব!’ তার পরই শিশুটি আবার কাঁদতে শুরু করে। ছেলের এই ধরনের কথা শুনে মা প্রশ্ন করেন, ‘কেন বুড়ো হয়ে যাবি রে? তার মানে, ক, খ লিখতে লিখতে তুই বুড়ো হয়ে যাবি, তাই বলতে চাইছিস তো?’

শিশুটি এবারও একই উত্তর দেয়। মা বলেন, ‘সারাজীবন অশিক্ষিত থেকে বুড়ো হওয়ার চেয়ে লেখাপড়া করে বুড়ো হওয়া অনেক ভালো।’ মায়ের মুখে পাল্টা এই উত্তর শুনে শিশুটি ফের কান্না জুড়ে দেয়। মজার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নানা প্রতিক্রিয়া এসেছে।
কেউ বলেছেন, ‘নিজের ছোটবেলাকে দেখতে পাচ্ছি।’ আবার একজন বলেছেন, ‘আমার ছেলেরও একই হাল। নাজেহাল হয়ে যাচ্ছি।’ সূত্র : টাইমস অব ইন্ডিয়া, হেলথ লাইন।



 

Show all comments
  • hassan ১২ অক্টোবর, ২০২২, ১০:১২ পিএম says : 0
    পড়াশোনার মধ্যে আনন্দ আনতে হয় বুঝতে হয় বাচ্চাদেরকে কিভাবে পড়াশোনা করাতে হয়
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ