Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কৃষি পর্যটন জোরদার করবে তেহরান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২২, ৯:৫০ পিএম

ইরানের তেহরান প্রদেশের পর্যটন কর্তৃপক্ষ কৃষি পর্যটন বিকাশের পরিকল্পনা হাতে নিয়েছে। সোমবার প্রাদেশিক পর্যটন প্রধান পারহাম জানফেশন এই পরিকল্পনার কথা জানিয়েছেন।

ব্যাখ্যা করে তিনি বলেন, প্রথম ধাপের জন্য চাষকৃত ক্ষেত্র এবং গ্রিনহাউস সংরক্ষণ কৃষি শিল্পকে পুনরুজ্জীবিত করা একটি মূল কারণ। এটি প্রদেশ জুড়ে কর্মসংস্থান তৈরিতে সাহায্য করবে বলে আশা ব্যক্ত করেন।

কৃষি পর্যটন ভ্রমণ শিল্পের একটি অপেক্ষাকৃত নতুন শাখা যেখানে পর্যটকরা গ্রামীণ এলাকায় স্থানীয়দের সাথে সময় কাটানোর সুযোগ পান। খামার বিনোদন বলতে ব্যক্তিগত কৃষি জমিতে পরিচালিত কার্যক্রমকে বোঝায়।

এর মধ্যে ফি-শিকার এবং মাছ ধরা, রাত্রিযাপন, শিক্ষামূলক কার্যক্রম ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে।

সূত্র: তেহরান টাইমস



 

Show all comments
  • H M Nurullah ১২ অক্টোবর, ২০২২, ৫:৪৩ এএম says : 0
    অসাধারণ ও নতুন আইডিয়া। আশা করছি নতুন কিছু হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ