Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে জাজিম বোনার ঐতিহ্য

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২২, ৯:৪৮ পিএম

ইরানে তুলা বা উল থেকে বোনা একটি দেশীয় ধরনের পাটি জাজিম। দেশটির মাজানদারান প্রদেশের সাভাদকুহের আলাশ্ত গ্রামে দীর্ঘদিন ধরে এই উল্লেখযোগ্য কারুকাজ হয়ে আসছে।

বর্ণনায় পাওয়া যায়, এই নৈপুণ্য এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে চলে আসছে এবং এটি একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। কন্যারা তাদের মায়ের কাছ থেকে জাজিম বোনা শিখেছে।

জাজিম মেঝে ঢাকতে ব্যবহার করা হয়। পুরুত্বের দিক থেকে এটি পুরু কাপড় এবং কেলিমস বা ‘পালাস’ (এক ধরনের মোটা কাপড়) এর মধ্যবিন্দু।

বহুকাল আগে থেকেই আলাশ্তের নারী কারু শিল্পীরা জাজিম বুননের সাথে জড়িত। এটি করে তারা কেবল পরিবারের আয়ের একটি অংশ জোগাড় করে না বরং এই পণ্যের তাঁতিরা কাঁচামাল উৎপাদনকারীদের সাথে সংযুক্ত করে এক ধরনের সামাজিক কাঠামো তৈরি করে।

ভিজিট ইরান অনুযায়ী, প্রাচীন নৈপুণ্যটি ২০১৮ সালে আলাশ্ত গ্রামের প্রধান হস্তশিল্প হিসেবে সাংস্কৃতিক ঐতিহ্য, হস্তশিল্প এবং পর্যটন সংস্থা থেকে জাতীয় স্বীকৃতি পেয়েছে।

এর প্রাচীন ইতিহাস এবং উচ্চ মানের রেকর্ড ছাড়াও স্থানীয় সম্পদ থেকে সমস্ত কাঁচামালের সরবরাহ এই স্বীকৃতির পেছনে ভূমিকা রেখেছে।

এই জাজিমগুলি স্থানীয়ভাবে প্রজনন করা ভেড়া থেকে উৎপাদিত সুতা ব্যবহার করে বোনা হয় এবং ইরানের উত্তর অঞ্চলে ঘন ঘন জন্মানো উদ্ভিদ থেকে ভেষজ রঙ্গক ব্যবহার করে রাঙানো হয়। পণ্যটি রপ্তানি করেও আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছে। সূত্র: তেহরান টােইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ